আমরা বাংলাদেশ রেলওয়ের আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের অধিভুক্ত শমশেরনগর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অবস্থিত কৃষি, বাণিজ্যিক লাইসেন্সধারী ও বৈধ-অবৈধভাবে রেলওয়ে ভূমি ব্যবহারকারী নিম্ন আয়ের পেশাজীবী জনগোষ্ঠীর মানুষ। আমরা অতীব দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে, গত ৮ সেপ্টেম্বর বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, কমলাপুর, ঢাকা থেকে ৫৪.০১.০০০০.২১৩.১৮.০০৯.১৮.১৩৬ নম্বর স্মারকমূলে অবৈধ উচ্ছেদে অফিস আদেশ জারি করা হয় গত ২ অক্টোবর। এতে আগামী ২৫ নভেম্বর অবৈধ উচ্ছেদ পরিচালনার বিজ্ঞপ্তি এলাকায় মাইকযোগে প্রচার করা হয়। শমশেরনগর রেলওয়ের ভূমি ব্যবহারকারী গরিব, অসহায় ভূমিহীনরা যেকোনোভাবেই হোক না কেন কাঁচা পাকা খুপরিঘর বানিয়ে জীবন-জীবিকার নিমিত্তে দিনানিপাত করছি। আমরা অনেকেই অবৈধভাবে রেলওয়ে ভূমি দখলে রেখে ভোগদখল করছি তা সত্য বটে। আমাদের অন্য উপায় না থাকায় নিতান্ত বাধ্য হয়েই আমরা রেলওয়ে ভূমিতে বাসবাস করছি। শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে আমরা এখানে অবস্থানকারীরা রিক্ত-নিঃস্ব হয়ে যাব। ফলে আমাদের যাযাবর ও মানবেতর জীবনযাপন করতে হবে। অতএব সম্পূর্ণ মানবিক দিক বিবেচনায় বর্তমানে জাতির এই ক্লান্তিলগ্নে শমশেরনগর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা না করার জন্য এলাকায় জনসাধারণের পক্ষ থেকে আপনাদের ও উচ্ছেদ পরিচালনাসংক্রান্ত বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্টদের মানবিক অনুরোধ জ্ঞাপন করছি।
শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকার গরিব-অসহায় জনগণের পক্ষে
মাহবুব এলাহী
শমশেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার
[email protected]