শিশুমনের সুকুমার প্রবৃত্তিগুলোকে মর্যাদা দিয়ে তাদের জীবনকে রঙিন করে তোলার প্রয়াস গড়ে তুলতে হবে। তা তো করা হচ্ছে না। প্রতিবছর শিশু দিবস আসে আর যায়। শিশু দিবসের প্রকৃত তাৎপর্য কি বোঝানো হয় শিশুকে? শিশুরা তো জানেই না, শিশু দিবসের তাৎপর্যটা কী? আজ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু। যন্ত্রনির্ভর সভ্যতায় যুবক-বয়স্ক সবাই নিজেদের হারিয়ে ফেলেছে।
শিশুরাও প্রযুক্তিপদ্যে পরিণত হয়েছে। শৈশবের খেলার মাঠ হারিয়ে গেছে। হাতে উঠেছে মোবাইল ফোন। তাহলে শিশুদের সুকুমার প্রযুক্তির বিকাশ হবে কীভাবে! পড়াশোনার পাশাপাশি খেলার মাঠেও ফিরছে না। তাছাড়া খেলার মাঠ থাকলে তো ফিরবে। কেননা, খেলার মাঠ দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন আর ভবন। মানুষ শুধু বলেই যাবে, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।’
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]