ধোঁয়াশার দাপট তেমন একটা না দেখা গেলেও ঢাকার বাতাস কতটা নিরাপদ- সেই প্রশ্নও ইতোমধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে। ঢাকার পথঘাটে বেরোলেই চোখে পড়ছে ময়লা-আবর্জনার স্তূপ, পুরোনো বাস বা ট্যাক্সি, যা থেকে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। কিছু কিছু পুরোনো চার চাকার পেছন থেকে কালো ধোঁয়া এতটা পরিমাণ বের হয় যে, পেছনে থাকা মোটরসাইকেল বা স্কুটারচালকের পক্ষে গাড়ি চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়ে। এই কালো ধোঁয়ার ফলে অনেক সময় দুর্ঘটনা পর্যন্ত ঘটে যাচ্ছে রাস্তাঘাটে। খারাপ পরিস্থিতি হয়ে ওঠার আগেই সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যাদের গাড়ি আছে, সেই চার চাকা হোক বা দুই চাকা, সময়মতো গাড়ির সার্ভিস করানো উচিত। ফলে গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গমন রোধ অনেকটাই সম্ভব।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]