![ডাকাবরে মহারশি নদীর ওপর ব্রিজ চাই](uploads/2024/11/27/postoffice-1732686709.gif)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন একটি কৃষিপ্রধান এলাকা। এ ইউনিয়নেরই একটি জনবহুল গ্রাম ডাকাবর। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে উজান থেকে নেমে আসা খরস্রোতা পাহাড়ি নদী মহারশি। নদীর পূর্ব-পশ্চিমে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। রয়েছে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। ডাকাবর থেকে উপজেলা সদরের দূরত্ব মাত্র এক কিলোমিটার। এই এক কিলোমিটার পথ পাড়ি দিতে এলাকার জনগণকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। কারণ ডাকাবর এলাকায় খরস্রোতা এই নদীর ওপর নেই কোনো ব্রিজ। ফলে চার-পাঁচ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে গ্রামের লক্ষাধিক মানুষকে উপজেলা সদরে যেতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের অনেকটা ঘরবন্দি থাকতে হয়।
এ কারণে শিক্ষাজীবন ব্যাহত হয় এবং অনেকে মাঝপথে ঝরে পড়ে। এ ছাড়া মুমূর্ষু রোগী বিশেষ করে গর্ববতী মায়েদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিতে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় কৃষিপণ্য পরিবহনেও যারপরনাই ভোগান্তি পোহাতে হয়। ভাঙাচোরা এ সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারে না। সময়মতো বাজারজাত করতে না পারায় কৃষক তার কষ্টার্জিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এসব কারণে দারিদ্র্য যেন এ এলাকার নিত্যসঙ্গী। গত ১৬ বছরে জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে ব্রিজ নির্মাণে আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের নির্বিঘ্ন শিক্ষাজীবন, গর্ববতী মা, নবজাতকসহ সর্বস্তরের মানুষের সময়মতো সুচিকিৎসা নিশ্চিত এবং এলাকার কৃষিপণ্য বাজারজাতকরণে মহারশি নদীর ডাকাবর অংশে একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।
মনিরুজ্জামান মনির
গ্রাম: নলকুড়া, থানা: ঝিনাইগাতী
জেলা: শেরপুর