ধান কাটার পর ধানগাছের অবশিষ্ট খড় জমিতে পড়ে থাকছে। সেই খড় কৃষকরা আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছেন। ফলে বাতাসে প্রচুর ধোঁয়া ও কার্বন ডাই-অক্সাইড মিশে পরিবেশকে দূষিত করছে। শুধু তাই নয়, জমির মাটিও নষ্ট হচ্ছে। আগুন দেওয়ার ফলে মাটিতে থাকা বন্ধুপোকা, কেঁচো, গুগলি, শামুক, কাঁকড়া প্রভৃতি কীটপতঙ্গ ও প্রাণী পুড়ে মারা যাচ্ছে। তার ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে।
পরবর্তী সময়ে ওই জমিতে ফসলের উৎপাদনও কমতে বাধ্য। অথচ ধানের অবশিষ্ট অংশ না পুড়িয়ে সেগুলোকে পচিয়ে বা ছোট ছোট করে কেটে মেশিনের সাহায্যে মাটিতে মিশিয়ে দিলে জমির উৎপাদন ক্ষমতা বাড়বে। তা ছাড়া অবশিষ্ট খড় জমি থেকে তুলে সংরক্ষণ করে রাখলে দীর্ঘদিন গবাদিপশুকে খাওয়ানো যায়। বাংলাদেশের ৬৪ জেলার কৃষকবন্ধুরা এ ব্যাপারে সচেতন হলে যেমন পরিবেশ নির্মল ও স্বাস্থ্যকর থাকবে, তেমনি কৃষিকাজেরও প্রভূত উপকার হবে। ভুললে চলবে না, দেশের বিভিন্ন স্থানে মাত্রাতিরিক্ত বায়ুদূষণের অন্যতম কারণ কিন্তু খেতের খড় ও গাছের গোড়া পোড়ানোর ধোঁয়া বাতাসে মিশে যাওয়া। তাই সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]