রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ৭৫৩ একরের এত বড় একটি বিশ্ববিদ্যালয় অথচ এর অভ্যন্তরে কোনো ফার্মেসি নেই। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। যার মধ্যে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক। ক্যাম্পাসের মধ্যে সব ধরনের দোকানপাট থাকলেও নেই শুধু ফার্মেসির ব্যবস্থা।
ফলে সামান্য অসুখ হলেও ছুটতে হয় ৮ কিলোমিটার দূরে শহরে কিংবা ক্যাম্পাসের বাইরে বিনোদপুর, কাজলার ফার্মেসিগুলোয়। যা অনেক সময়সাপেক্ষ ও ভোগান্তির সৃষ্টি করে। বিশেষ করে রাতের বেলা কেউ অসুস্থ হলে ভোগান্তি আরও বৃদ্ধি পায়। যদিও বিশ্ববিদ্যালয়ে একটি মেডিকেল সেন্টার রয়েছে। কর্তব্যরত চিকিৎসক রোগী দেখে চিকিৎসাপত্র দিয়ে থাকেন। কিন্তু দুঃখের বিষয় নির্দিষ্ট কর্মঘণ্টা ব্যতীত মেডিকেল সেন্টারটি বন্ধ থাকে। বাধ্য হয়ে তখন বাইরে ছুটতে হয়। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় এনে অতি দ্রুত ক্যাম্পাসের অভ্যন্তরে ফার্মেসির ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সবুজ মিয়া
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
দপ্তর সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
[email protected]