
সারা দেশেই সড়ক সংস্কারের কাজ চলমান রয়েছে। প্রায়ই দেখা মিলছে সেসব রাস্তায় যানজট। বিশেষ করে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এই চিত্র দেখা যাচ্ছে প্রতিনিয়ত। নির্ধারিত সময় শেষ হলেও সংস্কারের কাজ শেষ হচ্ছে না। ফলে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সব জনসাধারণের যানজটের সম্মুখীন হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সও এই যানজটে আটকা পড়ে যায়। এমনও হয় সারা দিন যানজট লেগে থাকে। সরেজমিনে সড়ক সংস্কারের ধীরগতির চিত্র দেখা যায় রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে।
সড়ক সংস্কারের কাজ নির্ধারিত সময়ে শেষ করা জরুরি এবং এ বিষয়ে নতুন বাংলাদেশের বর্তমান সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জনসাধারণ।
রুহুল আমিন লেমন
শিক্ষার্থী, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
৪১১ মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা
[email protected]