
বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে ব্রিটিশ আমলে গড়ে ওঠা রেলস্টেশনগুলো। যেগুলো গড়ে উঠেছিল স্থানীয় অর্থনীতির কথা বিবেচনা করে। এ রকমই একটি রেলস্টেশন গদখালি রেলস্টেশন। এটি যশোর জেলায় অবস্থিত। গদখালি ফুলের জন্য বিখ্যাত একটি স্থান, এখানে বসবাসকারী প্রায় সব মানুষ ফুল চাষ ও ফুল-বাণিজ্যের সঙ্গে জড়িত। গদখালিতে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা ফুলসহ নানা রকম ফুলের চাষ হয়। গদখালির ফুল দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই যায়। প্রতিদিন ভোরে গদখালি ফুলবাজারে দেশের নানান প্রান্ত হতে ব্যাপারীরা ছুটে আসেন ফুল কিনতে।
এ ছাড়া প্রায় প্রতিদিনই গদখালিতে ফুল চাষ দেখতে ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশের নানান অঞ্চল থেকে ছুটে আসেন পর্যটকরা। হয়তো এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বুঝেই ব্রিটিশ আমলে এখানে রেলস্টেশন তৈরি করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে, আজ এই গদখালি রেলস্টেশন পুরোপুরি বন্ধ। কোনো ট্রেন এই স্টেশনে থামে না। ফলে এই অঞ্চলের মানুষ রেলসেবা থেকে বঞ্চিত। গদখালি রেলস্টেশন যদি পুনরায় চালু হয় এবং গদখালি রেলস্টেশনে যদি দু-একটি ট্রেনের স্টপেজ দেওয়া হয়, তাহলে এই ট্রেনেই গদখালির ফুল ছুটে যাবে দেশের নানা প্রান্তে। চাষিরা স্বল্প খরচেই ফুল পাঠাতে পারবেন বিভিন্ন অঞ্চলে। এ ছাড়া এই স্টেশন চালু হলে যাতায়াতব্যবস্থা সহজতর হবে, পর্যটকরা খুব সহজেই এখানে আসতে পারবে। ফলে গদখালি একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তাহলে এই অঞ্চলের মানুষের আর্থিক অবস্থার আরও উন্নতি ঘটবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তাই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গদখালি রেলস্টেশন দ্রুততম সময়ে চালু করুন।
মো. তাসনিম হক রাফি
রেলওয়ে টিটিই কলোনি, খুলনা সদর, খুলনা
[email protected]