ইতিহাসে বাঙালির সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনাগুলোর মধ্যে ‘বায়ান্নর ভাষা আন্দোলন’ ও ‘একাত্তরের মুক্তিযুদ্ধ’ অন্যতম। ভাষা আন্দোলনের প্রজ্বলিত শিখা দাউ দাউ করে জ্বলে উঠেছিল সারা দেশে! মহান ভাষা আন্দোলনে বিপ্লবের সাথি ছিলেন নাম জানা-অজানা অনেক নারী! যেসব বিপ্লবী নারীর নাম বিস্মৃতির অতল তলে আজ হারিয়ে যেতে বসেছে! যাদের অনেককেই হয়তো আমরা এখন ভুলে গেছি! বাঙালি জাতির ভাষাভিত্তিক জাতিসত্তার অসাধারণ এক উত্থানে প্রায় সব সভা-বৈঠক, মিছিল, সংগ্রামে নারীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ ছিল! তা সত্ত্বেও ভাষা আন্দোলনে নারীদের দৃশ্যমান ভূমিকাগুলোকে বিগত ৭৩ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি কিংবা একে চরম অবহেলা বা অগ্রাহ্য করা হয়েছে!
রাষ্ট্রভাষার জন্ম ইতিহাসের প্রথম অধ্যায় সূচিত হয়েছিল ’৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ১৪৪ ধারা ভেঙে সর্বস্তরের মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে আসে মেয়েরা! ভাষা সংগ্রামে নারীদেরও অগ্রণী ভূমিকা ছিল! এসব নারীর সক্রিয় আন্দোলনের ফলে আজ আমরা মায়ের মধূর ভাষায় কথা বলতে পারছি! কিন্তু অজ্ঞাত কারণে যাদের ভূমিকা আজও অস্বীকৃতই রয়ে গেছে! নারী ভাষা সংগ্রামীদের নাম সেভাবে উচ্চারিত হয় না বললেই চলে!
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে যেসব নারী জীবন বাজি রেখে নিরবচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে মায়ের ভাষা ‘বাংলা’কে ছিনিয়ে এনেছিলেন, ইতিহাসের যুগসন্ধিক্ষণে তাদের আমরা এভাবে ভুলে যেতে পারি না! ভাষা সংগ্রামের ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এখনই আমাদের উদ্যোগী হতে হবে, নতুবা ইতিহাস আমাদের ক্ষমা করবে না!
আসিফ আল মাহমুদ
আকবরশাহ মাজার, পাহাড়তলী, চট্টগ্রাম
[email protected]