
ঢাকার রূপনগর আবাসিক এলাকায় দিন দিন বাড়ছে লোকসংখ্যা। রূপনগর আবাসিক এলাকায় বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টার রয়েছে, যেগুলোতে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন টাকা তুলতে। কিন্তু সম্প্রতি একটি সমস্যায় বেশ নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। এটিএম কাউন্টারে গিয়ে দেখা যায় ৫০০ টাকার নোট থাকলেও ১০০, ২০০ টাকার নোট প্রায় অমিল। ফলে চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয় এলাকাবাসীকে।
অনেক সময়ে দেখা যায়, কারও সামান্য কিছু টাকার দরকার পড়লেও তিনি তুলতে পারেন না। কারণ, ন্যূনতম ৫০০ টাকা ছাড়া নোট থাকে না এটিএম কাউন্টারগুলোয়। বড় অঙ্কের নোট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই ৫০০ টাকা খুচরো করা বেশ ঝামেলার ব্যাপার। কোনো দোকানিই খুচরো দিতে চান না। সবাই ৫০০ টাকার নোট ধরিয়ে দিলে তারাই বা কীভাবে দেবেন? সুতরাং রূপনগর আবাসিক এলাকার সাধারণ গ্রাহকদের কথা ভেবে ব্যাংকগুলোকে এ বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। তাছাড়া সরাসরি ব্যাংকে পানির বিল পরিশোধ করতে গেলে প্রায়শই ব্যাংক কর্তৃপক্ষ বলে, বিল নেওয়া যাবে না, সার্ভার নষ্ট। বিশেষ করে এশিয়া ব্যাংকে এ দৃশ্যের ঘটনা ঘটছে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]