
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকার বুড়িগঙ্গা নদী আজ মৃতপ্রায়। বিলুপ্তির দ্বারপ্রান্তে বুড়িগঙ্গা নদী। শুধু বুড়িগঙ্গা নয়, ঢাকা শহরের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। নদী ও শহরের টিকে থাকার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন বলে মনে করেন দেশের বিশেষজ্ঞ মহল। বুড়িগঙ্গার বর্তমান অবস্থা শুধু পরিবেশগত বিপর্যয়ই নয়, এটি আমাদের সমাজ ও প্রশাসনের ব্যর্থতারও প্রতিচ্ছবি। নদীদূষণ, অবৈধ দখল এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে বুড়িগঙ্গা তার প্রাণ হারিয়েছে। বুড়িগঙ্গা নদীকে টিকিয়ে রাখতে হলে, জরুরি আইন প্রণয়ন এবং শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। এজন্য একজন নিবেদিতপ্রাণ মন্ত্রী বা উপদেষ্টার নেতৃত্বে একটি শক্তিশালী প্রযুক্তিগত ও আইনি টিম গঠন করা প্রয়োজন বলে বিশেষজ্ঞ মহল মনে করেন। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও রাজনৈতিক ইচ্ছাশক্তি। নদীগুলোর সচল থাকার অধিকার আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এটি একটি যুগান্তকারী প্রস্তাব। নদীকে শুধু প্রাকৃতিক সম্পদ হিসেবে নয়, একটি জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করার দরকার। এটি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ নদী দখল ও দূষণের পেছনে অনেক ক্ষেত্রেই প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ জড়িত। ঢাকা পুনরুদ্ধারের জন্য বুড়িগঙ্গাকে বাঁচানো অপরিহার্য। ঢাকা পুনরুদ্ধার তার নদী দিয়ে শুরু হোক। বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ।
ওসমান গনি
সাংবাদিক ও কলামিস্ট