
ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি হয়ে ওঠে অপরূপা! ফাগুনের আগুনে নিজের রূপ-লাবণ্যের সবটুকু উজাড় করে দেয় সে! বসন্ত মানেই নতুন সাজে নিজেকে মেলে ধরার দিন! শিমুল ফুলের রক্তিম আভায় মুগ্ধতা ছড়াবার দিন! শীতের রিক্ততা, জরাগ্রস্ততা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে ওঠে রুক্ষ বৃক্ষরাজি! ফাগুনের মাতাল হাওয়ায় কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল হয় চারপাশ! আনন্দ আর উচ্ছ্বাসে মন-প্রাণ ভরে ওঠে! আছে রং, রস আর মাতাল দখিনা সমীরণ!
ঋতুরাজ বসন্তের বন্দনা করতে গিয়ে রবি ঠাকুর লিখেছেন- ‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।’ আর কবি সুভাষ মুখোপাধ্যায়ের বসন্ত উপলব্ধি অনেকটা এমন, ‘ফুল ফুটুক আর না ফুটুক/আজ বসন্ত।’ গাছের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে বছর ঘুরে আবার এল পয়লা ফাল্গুন! ঋতুরাজের আগমনে খুলে গেছে দখিনা দুয়ার! প্রেমিক যুগলের চিরন্তন ভালোবাসা যেন উড়ছে রঙিন প্রজাপতি হয়ে! নদীর কিনার থেকে আদিগন্ত প্রান্তর আর অরণ্য-পর্বতে ডেকেছে নবযৌবনের বান! বসন্তের রঙে মেতে ওঠে তরুণ হৃদয়! নতুন করে প্রাণ পায় প্রবীণরাও! বসন্তে কেবল প্রকৃতিই নয়, রঙিন হয়ে ওঠে মনও! আর তাই বসন্ত আমাদের কাছে ‘প্রেমের ঋতু’! তবে এই উৎসবের আছে এক ঐতিহ্যময় ইতিহাস। ১৫৮৫ সালে মোগল সম্রাট আকবর চৌদ্দটি উৎসবের প্রবর্তন করেছিলেন। যার মধ্যে অন্যতম ছিল ‘বসন্ত উৎসব’! ১৪০১ বঙ্গাব্দ থেকে কেবল ঢাকা মহানগরীতে আরম্ভ হলেও, আজ সারা দেশেই তা তরঙ্গিত হয়েছে।
আসিফ আল মাহমুদ
ফ্রিল্যান্স রাইটার/নবীন কলাম লেখক
আকবরশাহ মাজার, পাহাড়তলী, চট্টগ্রাম ৪২০২
[email protected]