
সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি বাংলাদেশের হাজারো জেলের জীবন-জীবিকার উৎস। সম্প্রতি জলদস্যুদের পুনরুত্থান এই অঞ্চলের নিরাপত্তাকে গভীর সংকটে ফেলে দিয়েছে। দস্যুদের ভয়ে বহু জেলে সুন্দরবনে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না। ফলে তাদের আয়-রোজগারই বাধাগ্রস্ত হচ্ছে না, দেশের মৎস্য খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনের জেলেরা মাছ ধরতে গেলে অনেক ক্ষেত্রেই জলদস্যুরা নৌকা আটকিয়ে মুক্তিপণ আদায় করছে এবং নৌকায় থাকা মূল্যবান সরঞ্জাম লুট করছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রাণনাশের হুমকিও দিচ্ছে।
একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। সুন্দরবন রক্ষা মানেই শুধু প্রকৃতি রক্ষা নয়, এটি হাজারো জেলের জীবন ও দেশের অর্থনীতি রক্ষার লড়াই। এমন অবস্থা চলতে থাকলে সুন্দরবন অঞ্চলের জেলেদের নিরাপদ জীবিকা নির্বাহ যেমন কষ্টসাধ্য হবে, পাশাপাশি সুন্দরবনের অর্থনীতিও গভীরভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই এই সংকট দ্রুত প্রতিকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ
[email protected]