
কৃষিভিত্তিক সমাজব্যবস্থার মূল চালিকাশক্তি হলো সাধারণ কৃষিশ্রমিক। যাদের বলা হয়, ‘কৃষির মেরুদণ্ড’। ব্যক্তি মালিকানাধীন কৃষিজমিতে অনেক শ্রমিকই বঞ্চনার শিকার হন। আর দুর্বল ও অসহায় বলে নারীরা এই বঞ্চনা-বৈষম্যের শিকার হয় বেশি। অথচ শ্রম বিনিয়োগে নারী-পুরুষে আদৌ কোনো তফাৎ নেই। অর্থাৎ পুরুষ ও নারীদের শ্রমের পরিমাণ ও ধরন প্রায় অভিন্ন। কিন্তু মজুরির ক্ষেত্রে নারী শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হয়ে থাকে। মজুরির বেলায় তারা অধিকাংশ ক্ষেত্রেই পুরুষদের চাইতে কম পায়। যা তাদের ক্ষুব্ধ করে, আহত করে। এমন অনাবশ্যক শ্রম মজুরির তারতম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। তা না হলে এই অসাম্য-বৈষম্যের কোনো সুরাহা হবে না! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন থাকবে, এই তারতম্যের বেড়াজাল থেকে নারী শ্রমিকদের বের করে আনার।
আসিফ আল মাহমুদ
আকবরশাহ মাজার, পাহাড়তলী, চট্টগ্রাম ৪২০২
[email protected]