
দেশে নারী নির্যাতন, ছিনতাই এবং ডাকাতি ভয়াবহতার দিকে যাচ্ছে। বাসে ডাকাতি এবং নারী ধর্ষণের ঘটনা ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। কেন হঠাৎ করেই নারী নির্যাতন, ছিনতাই-ডাকাতির ঘটনা বেড়ে গেল? তার প্রেক্ষাপট কী? সেদিকে আলোকপাত করতে হলে প্রথমেই বলতে হয় দেশে এখন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দায়সারা গোছের। বিশেষ করে জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর থেকেই পুলিশ বাহিনীর মধ্যে যে ভীতি সঞ্চয় হয়েছিল তা থেকে এখনো তারা বের হতে পারেনি।
দেশের প্রতিটি অঞ্চলে নিরাপত্তা বলয়ে ভয়াবহ দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। এ দুর্বলতার সুযোগেই নতুন নতুন দুষ্কৃতকারীর আগমন ঘটছে। রাজনৈতিক দলগুলোকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে হবে। আগে যেখানে আওয়ামী লীগের ব্যানারে নৈরাজ্য করা হতো, বিএনপি এখন সেখানে ভাগ বসাচ্ছে। এটাও একটা ভাবনার বিষয়। সড়কে নারীদের নিরাপত্তায় এবং ছিনতাই-ডাকাতির ব্যাপারে রাষ্ট্রকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
হাজি মো. রাসেল ভূঁইয়া
খলিফাবাড়ী, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ
[email protected]