
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একপর্যায়ে পৌঁছেছে যে এ মুহূর্তে নিমন্ত্রণ করা সরকারের পক্ষে খুবই জরুরি হয়ে পড়েছে। এই সেদিন বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই রয়েছে বলে মন্তব্য করেন। তিনি দেশে একটা সংস্কার খুবই প্রয়োজনের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি বলে দাবি করেন। ধানমন্ডি-৩২-সহ সারা দেশে অনেক ভবন, মাজার, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মব সন্ত্রাস ও দলবদ্ধ বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কার্যকর ভূমিকা পালন করেনি বিবিসির এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, পুলিশ সময় নিচ্ছে। তারা প্রস্তুত হতে সময় নিচ্ছে, তাদের মানসিকতা থেকে তারা এখনো মুক্ত হতে পারেনি।
তবে এই মুহূর্তে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে না পারলে ভবিষ্যতে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ না থাকার সম্ভাবনা বেশি বিষয়টি সরকারকে গভীরভাবে ভেবে দেখার আকুতি জানাব। উল্লেখ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উদ্বেগ জানিয়েছেন সামাজিক ও মানবাধিকার সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন ও টিআইবিসহ আরও অনেক বিভিন্ন সংগঠন। অথচ এত কিছুর পরও দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বৈরাচার সরকারের মন্ত্রীর সুরে বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। আশাকরি সরকার আগামীতে রাজধানীর গুলশানে সংঘটিত মব ভায়োলেন্সের মতো ঘটনা দেশের আর কোথাও হতে দেবেন না। ছাত্র-জনতার নামে এ ধরনের লুণ্ঠনকারী বা কীভাবে বাসাবাড়ির গেটের দরজা ভেঙে তল্লাশির নামে জোরপূর্বক প্রবেশ করে লুটপাটের অধিকার তাদের কে দিয়েছে? সরকারকে এ বিষয়গুলো অবহেলার চোখে দেখলে চলবে না।
মাহবুবউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকর্মী ও কলামিস্ট
১৭ ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
[email protected]