
৫ আগস্টের পর থেকে ঢাকার তোপখানা রোড জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা তথা ক্লাবের প্রবেশপথ অবরুদ্ধ করে সব ধরনের লড়াই-সংগ্রাম, নিপীড়ন, নির্যাতন ও দাবি বা যাবতীয় অধিকার আদায়ের সভা-সমাবেশের কেন্দ্রস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদের মাইকিং চিৎকারে প্রেসক্লাবের অভ্যন্তরের কাজকর্মে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দুর্ভোগে পড়েছে প্রেসক্লাবে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানকারী সংগঠনগুলো, প্রেস কনফারেন্সসহ অন্যান্য কর্মসূচি পালনকারী বা গণমাধ্যমকর্মী ও অতিথিদের প্রেসক্লাবে ঢোকা বা প্রবেশ করা দুরূহ হয়ে পড়ছে, যা দেখার কেউ নেই।
নিত্যদিনের সমাবেশের কারণে প্রেসক্লাবের সামনের রাস্তাটি ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়ে থাকতে দেখা যায়। এমনিতে প্রেসক্লাবের প্রধান ফটক নিরাপত্তার স্বার্থে দীর্ঘদিন ধরে বন্ধ। সেই গেটও এখন হকারদের দখলে। রাস্তার ওপরে অবস্থিত প্রেসক্লাবের দ্বিতীয় গেটটি সভা-সমাবেশ ও অনশনের প্রধান আশ্রয়স্থল। সেখানে শত শত পুলিশ থাকা সত্ত্বেও তাদের নীরব-নির্বিকার অবস্থায় বসে থাকতে দেখা যায়। প্রেসক্লাবের প্রবেশের গেট সব সময় সভা-সমাবেশকারীদের দখলে থাকে। জাতীয় প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ মিডিয়া প্রতিষ্ঠান, তাই এর সামনে বা প্রবেশপথ কোনোভাবেই বাধা সৃষ্টি বা অবরুদ্ধ করা ঠিক হবে না। বিষয়টি সরকার বা পুলিশের ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
লেখক ও গণমাধ্যমকর্মী
জাতীয় প্রেসক্লাব
১৮ তোপখানা রোড, ঢাকা-১০০০
[email protected]