
দেশের বিভিন্ন স্থানে খুন, সন্ত্রাস, ধর্ষণ, গণপরিবহনে ডাকাতি, লুটতরাজ, বাড়িঘর ও মাজার ভাঙচুর, নারীদের হেনস্তা ও নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদির কারণে জনজীবনে আতঙ্কে বৃদ্ধি পেয়েছে। ‘মব’-এর নামে শুধু পুলিশ কেন সাধারণ মানুষের ওপর যে গণপিটুনির সংস্কৃতি চালু হয়েছে তাতে নাগরিক সমাজ উদ্বিগ্ন না হয়ে পারে না। সম্প্রতি গুলশানের এক বাসায় মব সন্ত্রাসীদের হামলা দেখে নগরবাসী হতভম্ব। প্রশ্ন জাগে এ কোন দেশে আমরা বসবাস করছি।
প্রতিদিন পত্রিকার পাতাজুড়েই হত্যা, খুন, ধর্ষণ, লুটপাটের খবর ছাপা হতে দেখা যায়। গত ছয় মাসে পুলিশের ওপর প্রায় ২৫০টি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এখন আসামি ধরতে, এমনকি রাস্তায় মোবাইল ডিউটি দিতে ভয় পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মব সন্ত্রাসীদের হামলা, নির্যাতন, নিপীড়ন ও লুটপাটের চিত্র অহরহ দেখতে পাই। ইতোমধ্যে দেশে নারীবিরোধী সংঘবদ্ধ তৎপরতা ও ‘মব’ সংস্কৃতির ওপর একটি গোষ্ঠী পরিস্থিতি তৈরি করে মব সহিংসতা করছে। গণমাধ্যমের ওপর ভয়-ভীতি, হামলা দুঃখজনক। বলে রাখা ভালো, দেশে দিন দিন মব সন্ত্রাস ও নারী নির্যাতন ও হেনস্তা বেড়ে গেলে এই সরকারের ওপর থেকে জনগণের আস্থা কমতে বাধ্য। তাই যেকোনো উপায়ে দেশ থেকে মব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পুলিশ-সেনার মাধ্যমে সাঁড়াশি অভিযান চালানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানাই।
মাহবুবউদ্দিন চৌধুরী
লেখক ও কলামিষ্ট
১৭ ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
[email protected]