
বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে! তাই এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার পূর্বাভাস বিজ্ঞানীরা দিতে পারছেন না! তবে বিবিধ গবেষণায় ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে ‘বাংলাদেশে’র নাম উঠে এসেছে বারবার!
সাম্প্রতিককালে বাংলাদেশে স্বল্পমাত্রার কিছু ভূকম্পন অনুভূত হয়েছে! বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করে, নির্বিচারে বনভূমি ধ্বংস করে, পাহাড় কেটে আমরা যেন নিজেরাই ‘ভূমিকম্প’ নামক মহাবিপদকে ডেকে আনছি! পরিসংখ্যান থেকে জানা যায়, দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক! বিশেষজ্ঞদের মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূকম্পনেও বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে! সেই কারণে নতুন ভবন নির্মাণে সরকারি তদারকি আরও বাড়াতে হবে। ঘন ঘন ভূমিকম্প স্মরণ করিয়ে দেয় যে, দুর্যোগ মোকাবিলায় আমরা প্রকৃতপক্ষে কতটা প্রস্তুত।
রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে গগনচুম্বী অট্টালিকার সংখ্যা! অল্প জায়গার মধ্যে এত বিশাল বিশাল স্থাপনা ভূমিকম্পের ঝুঁকি সত্যিকার অর্থেই আরও বাড়িয়ে দিচ্ছে! বিল্ডিং কোড না মেনেই দেদার তৈরি করা হচ্ছে ভবন। যেগুলো স্বল্পমাত্রার কম্পনেই ভেঙে পড়তে পারে! তাছাড়া অবিলম্বে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া দরকার। প্রয়োজনে তৈরি রাখতে হবে স্বেচ্ছাসেবক দল। জনসচেতনতা সৃষ্টির জন্য দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালাতে হবে। মনে রাখতে হবে, ভূমিকম্প রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রকৃতির ওপর অবিচার করে আমরা নিজেরাই যেন ভূমিকম্প ডেকে না আনি সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।
আসিফ আল মাহমুদ
রেলওয়ে হাউজিং সোসাইটি
পাহাড়তলী, চট্টগ্রাম ৪২০২
[email protected]