
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনসংখ্যা বৃদ্ধি পেলেও ক্রমাগত হ্রাস পাচ্ছে মানুষের সংখ্যা। কারণ, মনুষ্যত্বহীন মানুষ পশুর চেয়েও হীন। সম্প্রতি সময়ে ধর্ষণ এক মহামারি রূপ ধারণ করেছে। মানুষরূপের হিংস্র পশুদের লালসার শিকার হচ্ছেন শিশুরাও। আর এদের নির্মমতার কাছে হার মানেছে পশুদের আচরণ। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, গতকাল একদিনে সারা দেশে ১৪টি ধর্ষণ হয়েছে। যার মধ্যে অধিকাংশই শিশু। আট বছরের এক শিশুকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।
ওই শিশুর সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা করেছেন চিকিৎসারত ডাক্তার। যা শুনলে শরীর শিউরে উঠে। মানুষরূপী এসব হিংস্র পশুদের এখনো থামানো না গেলে এরা আরও ভয়ংকর হয়ে উঠবে। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে আর কোনো অপরাধী এমন অপরাধ করার সাহস না পায়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় দেশের আইন প্রণেতাদের সুদৃষ্টি কামনা করছি।
তপন কুমার ঘোষ
শিক্ষার্থী, সরকারি মুকসুদপুর কলেজ, গোপালগঞ্জ
[email protected]