
ঈদকে সামনে রেখে কেনাকাটার ঢল পড়ে রমজান মাসের শুরু থেকেই। ছোট থেকে বড় সবাই যায় বাজার ও মার্কেটগুলোতে কেনাকাটা করতে। বহু মানুষের ভিড়ে লুকিয়ে থাকে পকেটমাররাও। কেনাকাটার জন্য ক্রেতারা বেশ মোটা অঙ্কের টাকা নিয়েই মার্কেট যায়। আর পকেটমাররা যায় মানুষের সেই টাকা চুরি করতে। ঈদের বাজারগুলোতে একটা সাধারণ বিষয় হলো রোজই কারও না কারও টাকা হারায়। আনন্দ কেনার জন্য বাজারে বা মার্কেটে গেলেও ফিরতে হয় মন খারাপ নিয়ে। ভদ্রবেশী চেহারা নিয়ে ঘুরে বেড়ায় পকেটমাররা। দেখে তাদের চেনার উপায় থাকে না। কথার জালে ফাঁসিয়ে আবার কখনো বুঝে ওঠার সুযোগ না দিয়েই চুরি করে নেয় মানুষের টাকা।
তাই ঈদকে সামনে রেখে কেনাকাটার উদ্দেশ্যে বাজার ও মার্কেটগুলোতে গেলে অবশ্যই সবাইকে সাবধান থাকতে হবে। নিজ নিজ টাকা-পয়সা, মোবাইল ফোন, জিনিসপত্র, বাচ্চা নিজ আয়ত্তে রেখে কেনাকাটা করতে হবে। তাছাড়া ঈদ উপলক্ষে সবাই যেহেতু কেনাকাটা করতে যায়, তাই বাজারগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভিড় জমে। কেনাকাটা করতে গেলে খুব দামি জিনিসপত্র না পরে যাওয়াই ভালো। কারণ পকেটমারের নজর দামি জিনিসপত্রের ওপরেই বেশি পড়ে। একটু অসাবধানতার কারণে ঈদের আনন্দটা নষ্ট হয়ে যেতে পারে। পরিবারের সদস্যদের নতুন পোশাক, জিনিসপত্র আর কেনা নাও হতে পারে। তাই সবার উচিত ঈদের বাজার বা মার্কেটগুলোতে সাবধানতা অবলম্বন করা। সেই সঙ্গে সন্দেহজনক কাউকে দেখলে বিশৃঙ্খলা না করে সবাই মিলে তাকে আইনের আওতায় নিয়ে আসা।
মোসা. তামিম তুলি
শিক্ষার্থী, রাজশাহী কলেজ
[email protected]