
ঈদুল ফিতর সামনে রেখে দেশের জাল টাকার কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। ঈদের বাজারে জমজমাট বেচাকেনার সুযোগকে কাজে লাগিয়ে জাল টাকা পরিচালনার জন্য সক্রিয় হয়েছে। রাজধানীসহ সারা দেশে জাল টাকার ছড়াছড়ি। ঈদকে টার্গেট করে নতুন নতুন কৌশল নিয়ে জাল টাকার চক্রগুলো বাজারে এখন ভীষণ সক্রিয়। ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের পাশাপাশি ২০ ও ৫০ টাকার জাল নোটও ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভারত থেকে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ জাল টাকার নোট ঢুকছে। ভারতীয় চক্রের টার্গেট পশুর হাট।
দেশের বড় বড় পশুর হাটে এসব জাল টাকা ছাড়ার চেষ্টা করছে চক্রের সদস্যরা। তবে দেশের বিভিন্ন জেলায়ও তৈরি হচ্ছে জাল টাকা। ভারত ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক জাল টাকা আনছে ও তৈরি করছে। প্রতারক চক্রের অনেকেই একাধিকবার গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, কারবারিরা এতই বেপরোয়া যে ফেসবুকে পেজ খুলে জাল টাকা বেচাকেনার প্রচারণা চালাচ্ছে প্রকাশ্যে। দিচ্ছে হোম ডেলিভারি। চক্রটির প্রধান টার্গেট ঈদ। জাল টাকার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হলেও তাদের আটকে রাখা সম্ভব হয় না। এদের অধিকাংশই এখন মুক্ত। জাল টাকার কারবারিদের বিরুদ্ধে মামলা হলেও অনেক আসামির সাজা হয়নি। আইনের ফাঁকফোকর দিয়ে মামলা থেকে রেহাই পেয়ে যায়। যে কারণে জাল টাকার ব্যবসা বেড়েই চলছে।
ওসমান গণি
সাংবাদিক ও কলামিস্ট
আহ্বায়ক, চান্দিনা প্রেসক্লাব, কুমিল্লা
[email protected]