
বৃষ্টি আল্লাহর বিশেষ নেয়ামত। বৃষ্টির ফলে নানা ধরনের গাছ-গাছালি ও ফলফলাদি যেমন সতেজ ও সবুজ হয়ে ওঠে, তেমনি মানবজাতির হৃদয়ে প্রশান্তি নেমে আসে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বৃষ্টি সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেন, ‘যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, কাজেই জেনে-বুঝে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করো না।’ (সুরা বাকারা, আয়াত: ২২)
রাসুলুল্লাহ (সা.) বৃষ্টির সময় কিছু আমল করতেন, যথা—
বৃষ্টির সময় দোয়া
রাসুলুল্লাহ (সা.) বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন। বৃষ্টি যেমন আল্লাহর রহমত, তেমনই আবার কখনো গজবও হয়ে উঠতে পারে। তাই রাসুলুল্লাহ (সা.) দোয়া করতেন—
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাইয়িবান নাফিআহ।’
বাংলা অর্থ: হে আল্লাহ, তুমি এ বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দাও।’ (বুখারি, হাদিস: ১০৩২)
বৃষ্টির শেষে দোয়া পড়া
বৃষ্টির শেষে রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামদের একটি বিশেষ দোয়া পড়ার প্রতি তাগিদ দিয়েছেন, দোয়াটি হলো—
বাংলা উচ্চারণ: ‘মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রহমাতিহ।’
বাংলা অর্থ: আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে।’ (বুখারি, হাদিস: ১০৩৮)
বৃষ্টির কারণে বিরক্ত হওয়া উচিত নয়
বৃষ্টি এলে মন খারাপ করা উচিত নয়। বিরক্তি ভাবও প্রকাশ করা যাবে না। কারণ, সৃষ্টির রহস্য সব সময় মানুষের অজানা। আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৬)
বৃষ্টিতে আছে রহমত
বৃষ্টিতে আল্লাহতায়ালা কত বড় রহস্য লুকিয়ে রেখেছেন, তা বোঝা যায় কোরআনের বিভিন্ন আয়াতের প্রতি খেয়াল করলে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘এবং যিনি আকাশ থেকে পরিমাণমতো পানি বর্ষণ করেছেন। অতঃপর তা দিয়ে আমি এক মৃত ভূখণ্ডকে পুনরুজ্জীবিত করেছি। এভাবেই তোমাদেরকে (কবর থেকে) বের করা হবে।’ (সুরা জুখরুফ, আয়াত: ৪৩)
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলুম মাদরাসা, মধুপুর