
দোয়া মাসুরা গুরুত্বপূর্ণ দোয়া। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়া সুন্নত। এটি নামাজে দরুদ শরিফ পাঠের পরই পড়া হয়। দোয়া মাসুরা পাঠের পর নামাজ শেষ করার জন্য সালাম ফেরাতে হয়। দোয়া মাসুরা পড়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। গুনাহের ক্ষমা চাওয়া হয়। কল্যাণ প্রার্থনা করা হয়। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়।
দোয়া মাসুরার বাংলা উচ্চারণ ও অর্থ
আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসিরাও, ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম।
দোয়া মাসুরার বাংলা অর্থ
হে আল্লাহ, আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন এবং আমার ওপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।’
একবার আবু বকর সিদ্দিক (রা.) আল্লাহর রাসুল (সা.)-এর কাছে বললেন, আমাকে নামাজের মধ্যে পড়ার জন্য একটি দোয়া শিখিয়ে দিন। তখন তিনি বললেন—
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসিরাও, ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম।
বাংলা অর্থ: আল্লাহ, আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন এবং আমার ওপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।’ (বুখারি, হাদিস: ৮৩৪)
লেখক: আলেম ও অনুবাদক