অজুর সময় পড়ার দোয়া
পবিত্রতা অর্জন, নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত ছাড়াও বিভিন্ন ইবাদত কিংবা সওয়াব লাভের আশায় আমরা অজু করি। রাসুলুল্লাহ (সা.) অজুর সময় নিচের দোয়াটি পড়তেন—
اللهم اغفرلى ذنبى ووسع لى فى دارى وباركلى فى رزقى
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাগ ফিরলি জাম্বি ওয়া ওয়াসসিলি ফি দারি, ওয়া বারিকলি ফি রিজকি।
বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি আমার গুনাহ ক্ষমা করুন, আমার আবাস প্রশস্ত করে দিন, আমার রুজি-রোজগারে বরকত দিন।’ (মুসান্নাফে ইবনে আবি শারবা, হাদিস: ৫০/৬)
অজুর শেষে যে দোয়া পড়বেন
অজু করে নিচের দোয়াটি পড়লে জান্নাতের সব দরজা উন্মুক্ত হয়ে যায়। উমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর উল্লিখিত দোয়া পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামতো যেকোনো দরজা দিয়েই তাতে যেতে পারবে। (তিরমিজি, হাদিস: ৫৫)
দোয়াটি হলো—
اشهد أن لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم اجعلنى من التوابين واجعلنى من المتطهرين
বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়াবিনা, ওয়াজ আলনি মিনাল মুতা-তাহহিরিন।
বাংলা অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন।
লেখক: আলেম ও অনুবাদক