শায়খ আবু সাদ (রহ.) বলেন, যদি কোনো মুশরিক স্বপ্নে নিজেকে জান্নাতে দেখে, অথবা রুপার চুড়ি পরতে দেখে, অথবা অন্য কোনো লোক তাকে জান্নাতে দেখে, তা হলে সে ইসলাম ধর্মে দীক্ষিত হবে। কেননা মহান আল্লাহ বলেছেন, পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, জান্নাতিদের রুপার চুড়ি পরানো হবে।’
যদি কেউ দেখে যে সে একটি দুর্গে প্রবেশ করছে, তবে সে মুসলমান হবে। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মহান আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমার দুর্গ। যে তাতে প্রবেশ করবে, সে আমার শাস্তি থেকে রক্ষা পাবে।’ (মুজামে ইবনে আসাকির, হাদিস: ৮৫৫)
যদি কোনো মুশরিক স্বপ্নে দেখে যে, সে ইসলাম গ্রহণ করেছে, অথবা কেবলার দিকে মুখ করে নামাজ পড়ছে, অথবা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে, তা হলে সে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে। কেউ যদি কোনো অমুসলিম দেশে বসবাস করে, কিন্তু স্বপ্নে নিজেকে মুসলিম দেশে চলে আসতে দেখে, তা হলে সে তাড়াতাড়ি মারা যাবে। কেননা দারুল ইসলাম হলো দারুল হক।
কোনো মুসলমান স্বপ্নে নিজেকে ‘ইসলাম গ্রহণ করেছি’ বলতে দেখলে, তার যাবতীয় কর্মকাণ্ড সঠিক হবে এবং তার নিষ্ঠা হবে আরও সুদৃঢ়।
কোনো মুসলমান স্বপ্নে নিজেকে আবারও ইসলাম গ্রহণ করতে দেখলে, যাবতীয় বিপদ থেকে মুক্ত থাকবে। কোনো মুশরিক যদি স্বপ্নে দেখে সে মারা গিয়েছিল, কিন্তু আবারও জীবিত হয়েছে, তা হলে সে ইসলাম গ্রহণ করবে। তদ্রূপ, যদি সে তার বুকে কোনো আলো বা জ্যোতি দেখে তা হলে বুঝতে হবে, সে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে। অনুরূপভাবে কোনো মুশরিক নিজেকে সামুদ্রিক জাহাজে আরোহণ হতে দেখলে, সে ইসলাম ধর্মে দীক্ষিত হবে।
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক