স্বপ্নে যদি কেউ দেখে যে সে শত্রুর সঙ্গে হাত মিলিয়ে তাকে জড়িয়ে ধরেছে, তা হলে তাদের শত্রুতা লোপ পাবে এবং ঘনিষ্ঠতা প্রতিষ্ঠিত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পরস্পর মুসাফাহা দ্বারা ভালোবাসা বৃদ্ধি পায়।’ (মাকারিমুল আখলাক, হাদিস: ২৫০)
স্বপ্নে শত্রুকে সালাম দিতে দেখলে, সে তার সঙ্গে সন্ধি করবে। যদি এমন লোককে সালাম দিতে দেখে, যার সঙ্গে তার কোনো বিদ্বেষ নেই, তা হলে সালামদাতার পক্ষ থেকে সালামকৃত ব্যক্তি আনন্দলাভ করবে। তাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ থাকলে, সালামকৃত ব্যক্তি সালামদাতার ওপর জয়ী হবে এবং তার ক্ষতি থেকে মুক্ত থাকবে। অপরিচিত বয়োবৃদ্ধ লোককে সালাম দিতে দেখা, আল্লাহর শাস্তি থেকে নিরাপত্তার কথা বোঝায়।
পরিচিত বয়োবৃদ্ধ লোককে সালাম করতে দেখা, সুন্দরী নারীকে বিবাহ করার ইঙ্গিত। সে বিভিন্ন ধরনের ফলমূল লাভ করবে। আল্লাহ বলেন, ‘সেখানে তাদের জন্যে থাকবে ফলমূল এবং যা চাইবে। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম।’ (সুরা ইয়াসিন, আয়াত: ৫৭-৫৮)
স্বপ্নদ্রষ্টাকে অপরিচিত যুবক সালাম দিতে দেখলে, সে তার শত্রুদের অমঙ্গল থেকে মুক্ত থাকবে। কারও কাছে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয়, আর স্বপ্নে দেখে, সে তাকে সালাম দিচ্ছে এবং সেও তার সালামের উত্তর নিচ্ছে, তা হলে সে তার কাছে বিয়ে দিয়ে দেবে। আর সালামের উত্তর না দিলে, সে তার কাছে বিয়ে দেবে না। তদ্রূপ, যদি দুই ব্যক্তির মধ্যে ব্যবসার সম্পর্ক থাকে এবং স্বপ্নে একজন অপরজনকে সালাম দিতে এবং সেও তার সালামের উত্তর দিতে দেখে, তা হলে উভয়ের মধ্যে ব্যবসার সম্পর্ক শক্তিশালী হবে। সালামের জবাব দিতে না দেখলে, তাদের মধ্যে ব্যবসার সম্পর্ক টিকবে না।
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম ও সাংবাদিক