শায়খ আবু সাদ বলেন, নিজেকে জিনে রূপান্তরিত হতে দেখলে, তার চক্রান্ত অত্যন্ত শক্তিশালী হবে। জিনের জাদুমন্ত্র স্বপ্নে দেখা ধোঁকার আলামত। বাড়ির কাছে জিন দাঁড়িয়ে থাকতে দেখলে, তার এই স্বপ্ন তিনটির যে কোনো একটির অর্থ বহন করবে। যথা—১. ক্ষতি ও অনিষ্টের প্রতি, ২. অপমান ও লাঞ্ছনার প্রতি ৩. অথবা ওই ওয়াজিব মান্নতের প্রতি—যা সে এখনো আদায় করেনি।
যদি দেখে, জিনকে কোরআন শেখাচ্ছে বা জিনেরা তার কাছ থেকে কোরআন শুনছে, তবে সে নেতৃত্ব এবং শাসনক্ষমতা পাবে। স্বপ্নে যদি দেখে জিনেরা তার ঘরে প্রবেশ করে কোনো কাজ করেছে, তবে তার ঘরে চোর প্রবেশ করবে এবং তার ক্ষতিসাধন করবে। অথবা শত্রুরা তার ঘরে তার ওপর অতর্কিত আক্রমণ করবে।
জিনকে স্বপ্নে দেখলে, দুনিয়া তার ব্যাপারে অত্যন্ত চক্রান্তকারী এবং প্রতারক হবে। শয়তান দীন-দুনিয়া উভয়ের শত্রু, ধোঁকাবাজ, প্রতারক ও ধূর্ত এবং উদাসীন, কারও সে পরোয়া করে না।
শয়তানকে স্বপ্নে দেখার ব্যাখ্যা মাঝে-মধ্যে বাদশা বা কখনো স্ত্রী হয়ে থাকে। যদি দেখে, বিচরণকারী শয়তানের দল তাকে স্পর্শ করেছে, অথচ সে আল্লাহতায়ালার জিকিরে লিপ্ত, তা হলে বুঝতে হবে, তার অনেক শত্রু আছে। যারা তাকে ধ্বংস করতে চায়। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না। কারণ আল্লাহতায়ালা বলেছেন, ‘যাদের অন্তরে আল্লাহতায়ালার ভয় আছে, যখনই তাদের ওপর শয়তানের আগমন ঘটে, তখনই তারা সাবধান হয়ে যায় বা আল্লাহতায়ালাকে স্মরণ করে এবং তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে।’ (সুরা আরাফ, আয়াত: ২০১)
আরও পড়ুন: স্বপ্নে জান্নাত এবং জান্নাতের নেয়ামত দেখলে কী হয়?
যদি দেখে, উৎক্ষিপ্ত অগ্নিগোলক শয়তানকে ধাওয়া করছে, তবে তা তার দীন থাকার লক্ষণ। শয়তান স্বপ্নদ্রষ্টাকে ভয় দেখাতে দেখা, তার দীনে একনিষ্ঠতার আলামত। যে ভয়ের আশঙ্কায় সে আছে, তা থেকে নিরাপত্তার আলামত। কারণ আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকেই ভয় করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাক।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৭৫)
শয়তানকে আনন্দিত দেখলে, বুঝতে হবে সে কামোত্তেজক কাজে লিপ্ত আছে। যদি দেখে, শয়তান তার পোশাক ছিনিয়ে নিয়েছে, সে প্রশাসক হলে, তার বেলায়েত বা প্রশাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। ভূ-সম্পত্তির মালিক হলে তার সম্পত্তি নষ্ট হবে।
শয়তান তাকে স্পর্শ করতে বা ঘা মারতে দেখলে, তার এমন শত্রু থাকবে, যে তার স্ত্রীর ওপর ব্যভিচারের অপবাদ রটাবে ও ধোঁকায় পতিত করবে। কারও মতে, ওই স্বপ্ন তার অসুস্থ থেকে সুস্থতা লাভ করা এবং চিন্তামুক্ত হওয়ার আলামত।
যদি দেখে, শয়তান তার পেছনে পেছনে ধাওয়া করছে, তবে তার শত্রু রয়েছে। যে তাকে ধোঁকায় ফেলবে। তার আমল ও মান মর্যাদার ক্ষতি করবে। যদি দেখে, সে শয়তানের মালিক হয়েছে এবং শয়তানরা তার আনুগত্য ও বশ্যতা স্বীকার করেছে, তবে সে নেতৃত্ব লাভ করবে। তার ব্যক্তিত্বের প্রভাব ছড়িয়ে পড়বে এবং দুশমনদের পদানত করতে পারবে। শয়তানকে বন্দি করতে দেখলে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে। যদি দেখে, শয়তান তার ওপর অবতরণ করেছে, তবে সে গুনাহে লিপ্ত হবে এবং মিথ্যা কথা বলবে।
শয়তানের সঙ্গে কানে কানে কথা বলতে দেখলে, সে তার দুশমনদের সঙ্গে পরামর্শ করবে এবং সৎলোকদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করবে। কিন্তু সফল হবে না। যদি দেখে, শয়তান তাকে কোনো কথা শিক্ষা দিচ্ছে, তবে সে মিথ্যা অপবাদকারীদের মতো কথা বলবে। অথবা মানুষকে ধোঁকা দেবে। অথবা মিথ্যা কবিতা আবৃত্তি করবে।
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক