ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

স্বপ্নে জাহান্নাম দেখলে কী হয়?

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম
স্বপ্নে জাহান্নাম দেখলে কী হয়?
ইন্টারনেট থেকে সংগৃহীত জাহান্নামের প্রতীকী ছবি।

আবু বাকরাহ বলেন, কেউ যদি স্বপ্নে তাকে আগুনে জ্বালানো হচ্ছে দেখে, সে জাহান্নামে যাবে। ফেরেশতা স্বপ্নদ্রষ্টার কপালের চুল ধরে জাহান্নামে নিক্ষেপ করেছে দেখলে ওই স্বপ্ন তার জন্য অপমান ও লাঞ্ছনার কারণ হবে। কাছ থেকে জাহান্নামের আগুন দেখলে, স্বপ্নদ্রষ্টা পরিশ্রম ও কষ্টে ভুগবে। তা থেকে সে মুক্তি পাবে না। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘অপরাধীরা আগুন দেখে বুঝে নেবে যে, তাদের তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না।’ (সুরা কাহাফ, আয়াত: ৫৩) 

স্বপ্নদ্রষ্টা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে, কেননা মহান আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই জাহান্নামের শাস্তি অত্যন্ত নিশ্চিত বিনাশকারী।’ (সুরা ফুরকান, আয়াত: ৬৫) 

ওই স্বপ্ন স্বপ্নদ্রষ্টার জন্য সতর্ককারী; সে যেন ওইসব পাপ থেকে তওবা করে, যা সে করে যাচ্ছে।

জাহান্নামে প্রবেশ করতে দেখার ব্যাখ্যা হলো, সে অশ্লীল বা কবিরা গুনাহে লিপ্ত হবে। ফলে স্বপ্নদ্রষ্টা শাস্তির যোগ্য হবে। কারও মতে, সে বিচারক নিযুক্ত হবে। যদি দেখে, তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে, তাহলে যে ব্যক্তি তাকে প্রবেশ করিয়েছে, সে তাকে পথভ্রষ্ট করবে এবং অশ্লীল কাজে প্ররোচনা জোগাবে। যদি দেখে, জাহান্নাম থেকে বিনা কষ্টে ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াই বের হয়েছে, তাহলে সে জাগতিক দুশ্চিন্তায় পড়বে।

জাহান্নামের উত্তপ্ত পানি পান করতে বা জাককুম গাছ থেকে খেতে দেখলে, স্বপ্নদ্রষ্টা এমন ধরনের ইলম শিক্ষায় লিপ্ত হবে, যা তার জন্য হবে ধ্বংস ও বিপদের কারণ। কারও মতে, তার কাজগুলো কঠিন হবে এবং ওই স্বপ্ন তার হত্যাযজ্ঞ চালানোর লক্ষণ। যদি দেখে, জাহান্নামে স্বপ্নদ্রষ্টা চেহারা কালো হয়ে গেছে, তাহলে এর ব্যাখ্যা হলো, সে এমন লোকের সঙ্গে ওঠাবসা করবে যারা আল্লাহতায়ালার শত্রু এবং যারা তার খারাপ কাজের প্রতি সন্তুষ্ট। ফলে মানুষের সামনে সে অপমানিত ও লাঞ্ছিত হবে এবং তার চেহারা কালো হবে আর তার শেষ পরিণাম শুভ হবে না। 

যদি দেখে স্বপ্নদ্রষ্টা সবসময় জাহান্নামে বন্দি রয়েছে এবং বুঝতে পারছে না কখন সেখানে প্রবেশ করেছে, তবে সে দুনিয়াতে সবসময় দুস্থ, চিন্তিত ও বঞ্চিত থাকবে। নামাজ, রোজা ও সব ইবাদত ছেড়ে দেবে।

কয়লা বা অগ্নিস্ফুলিঙ্গের ওপর দিয়ে অতিক্রম করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা ইচ্ছাকৃতভাবে মজলিস-মাহফিলে মানুষের ঘাড় মেড়ে চলবে। স্বপ্নে জাহান্নামের আগুন দেখা, স্বপ্নদ্রষ্টা তাড়াতাড়ি ফেতনা-ফাসাদে পতিত হওয়ার প্রতীক। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা তোমাদের ফেতনার স্বাদ গ্রহণ করো, এটা সেটাই যার সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছিলে।’ (সুরা জারিয়াত, আয়াত: ১৪)

লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক 

‘ইয়াহইয়া সিনওয়ারের বই ফিলিস্তিনকে যুগ যুগ জাগরুক রাখবে’

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩৬ এএম
‘ইয়াহইয়া সিনওয়ারের বই ফিলিস্তিনকে যুগ যুগ জাগরুক রাখবে’
‘কাঁটা ও ফুল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ার রচিত ‘কাঁটা ও ফুল’ বইয়ের আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলোচনায় বক্তারা বলেন, ‘ইয়াহইয়া সিনওয়ারের এ বই ফিলিস্তিনকে যুগ যুগ জাগরুক রাখবে।’

আজ শনিবার (৯ নভেম্বর) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশন বইমেলা-২০২৪ এ ইলহাম আয়োজিত এক অনুষ্ঠানে বইটি নিয়ে লেখক, কবি ও অনুবাদকরা আলোচনা করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, লেখক ও সম্পাদক মনযূর আহমাদ, কবি ও অনুবাদক জহির হাসান, মুফতি ও শায়খুল হাদিস জুবাইর আহমদ আশরাফ, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর, অনুবাদক রাকিবুল হাসান ও অনুবাদক আবদুল্লাহ আল ফারুক প্রমুখ। 

বক্তারা তাদের আলোচনায় লেখক শহিদ সিনওয়ার এবং ফিলিস্তিনের চলমান সংঘাত, স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লব বিষয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় ফিলিস্তিনের সাহিত্য ও শিল্প সংস্কৃতির বৃত্তান্তও উঠে আসে। তারা অভিমত ব্যক্ত করেন যে, ফিলিস্তিন প্রসঙ্গে সামগ্রিক চিত্রকল্প অবহিত হওয়ার জন্য ইয়াহইয়া সিনওয়ার রচিত ‘কাঁটা ও ফুল’ বাংলা অনুবাদ সাহিত্যের অনন্য সংযোজন ৷ 

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ইলহাম। অনুবাদ করেছেন মনযূরুল হক।

রায়হান/মিরাজ রহমান 

কাস্টমার শরবতের গ্লাস ভাঙলে জরিমানা নেওয়া যাবে?

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:৩০ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
কাস্টমার শরবতের গ্লাস ভাঙলে জরিমানা নেওয়া যাবে?
শরবত বিক্রেতার ছবি। ইন্টারনেট

প্রশ্ন: আমি রাস্তায় ফলমূল ও লেবুর শরবত বিক্রি করি। কখনো শরবত পান করার সময় কাস্টমারের হাত থেকে অনিচ্ছাকৃতভাবে গ্লাস পড়ে ভেঙে যায়। এক্ষেত্রে কাস্টমারের থেকে ওই গ্লাসের জরিমানা আমি নিতে পারব কি? 

হুসাইন আহমাদ, ঢাকা

উত্তর: কাস্টমারের হাত থেকে গ্লাস পড়ে যাওয়ার পেছনে যদি কাস্টমারের অবহেলা না থাকে; যেমন—ভালোভাবে না ধরা, তাহলে এক্ষেত্রে তার থেকে গ্লাসের জরিমানা দাবি করা বৈধ নয়। অবশ্য গ্লাসটি তার হাতে যাওয়ার পর সেটিকে যদি সে ভালোভাবে না ধরে কিংবা তার কোনো অবহেলার কারণে যদি সেটি পড়ে ভেঙে যায়, তাহলে তার থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। সে যদি সাধারণ নিয়মে সতর্কতার সঙ্গে গ্লাসটি ধরে; এর পরও হাত ফসকে পড়ে যায় তবে সেক্ষেত্রে এর ক্ষতিপূরণ দাবি করা জায়েজ হবে না।

আরও পড়ুন: মসজিদে বিপদগ্রস্তের জন্য সাহায্য চাওয়া যাবে?

তবে লক্ষণীয় বিষয় হলো, কোনো ধরনের ত্রুটি বা অবহেলা কাস্টমারের ত্রুটি বা অবহেলা গণ্য করা হবে তা নির্ণয় করা সূক্ষ্ম বিষয়। মাসয়ালার হুকুমের ওপরই নির্ভরশীল। অতএব বাস্তবে কখনো এমন ঘটলে কোনো বিজ্ঞ মুফতির কাছে ঘটনার পুরো বিবরণ দিয়ে মাসয়ালা জেনে নিতে হবে। (ফাতাওয়া খানিয়া, ৩/৩৮৬; ফাতাওয়া হিন্দিয়া, ৪/৩৬৮)

মুহাম্মাদ ইবনে সিরিন (রহ.) শ্রমিকের ওপর ওই সময় ক্ষতিপূরণ আরোপ করতেন যখন শ্রমিকের অবহেলা ও ত্রুটি প্রমাণিত হতো। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ২০৮৬৭)

লেখক: আলেম, মুফতি ও সাংবাদিক

সৎ সাংবাদিকতা অন্যতম ইবাদত

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
সৎ সাংবাদিকতা অন্যতম ইবাদত
প্রতীকী ছবি।

সাংবাদিকতা শব্দটি এসেছে সংবাদ থেকে। এর ইংরেজি প্রতিশব্দ নিউজ। আরবি প্রতিশব্দ খবর, হাদিস বা নাবা। নাবা শব্দ থেকেই নবির উৎপত্তি। নবি অর্থ সংবাদদাতা, সংবাদবাহক, দূত ইত্যাদি। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নবিই একেকজন সাংবাদিক, সংবাদদাতা বা বার্তাবাহক। কোরআন ও হাদিসে নাবা শব্দটি বহুবার এসেছে। রাসুলুল্লাহ (সা.)-এর বাণীকেও এক অর্থে সংবাদ বা খবর বলা হয়। প্রত্যেক নবি-রাসুল আল্লাহর দেওয়া সংবাদ বা বার্তা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁরা আল্লাহর বাণীর সংবাদকর্মী। 

একজন সৎ সংবাদকর্মীর খবর সংগ্রহ ও পরিবেশন সমাজে কল্যাণ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে। হাদিসে সাধারণ মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ কামনাকে দ্বীন আখ্যা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দ্বীন হলো নসিহত বা কল্যাণ কামনা। আমরা বললাম, কার জন্য? তিনি বলেন, আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসুলের জন্য, মুসলিম শাসকদের জন্য এবং সাধারণ মুসলমানের জন্য।’ (আবু দাউদ, হাদিস: ৪৯৪৪)

গণমানুষের কল্যাণে কাজ করা সুস্থ ও সৎ সাংবাদিকতার প্রধান বৈশিষ্ট্য। ভালো কথার মাধ্যমে মানুষের উপকার করা সওয়াবের কাজ। আল্লাহতায়ালা বলেন, ‘যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, তাদের আপ্যায়নের জন্য আছে ফেরদাউসের বাগান।’ (সুরা কাহাফ, আয়াত: ১০৭)

হাদিসে ভালো কথাকে জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম বলা হয়েছে। আদি বিন হাতিম (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো। খেজুরের টুকরো না পেলে ভালো কথার মাধ্যমে নিজেকে রক্ষা করো।’ (মুসলিম, হাদিস: ২২২১)

যেকোনো বিষয়ে মিথ্যার আশ্রয় নেওয়া গুরুতর পাপ। মানুষের কাছে সত্যকে মিথ্যা বলে প্রচার করা এবং মিথ্যাকে সত্য বলে বেড়ানো আরও ভয়াবহ গুনাহ। মানুষের মুখের কথা বা হাতের লেখা যেমন পুণ্য অর্জনের মাধ্যম হতে পারে, তেমনি পাপের কারণও হতে পারে। তাই যেকোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই জরুরি। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আর সে বিষয়ের পেছনে ছোটো না, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। কান, চোখ আর অন্তর—এগুলোর সব বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩৬)

সততা একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। সাংবাদিকের উচিত নয়, মনমতো লেখা। ইচ্ছা করেই ভুল লেখা বা সত্যতা যাচাই না করে সংবাদ পরিবেশন করা সুস্থ সাংবাদিকতার বিপরীত কাজ। অন্যায়ও বটে। সৎ সাংবাদিকতা অন্যতম ইবাদত। 

মানবকল্যাণের জন্য সত্য সংবাদ পৌঁছে দিতে হবে। তাই সংবাদ সংগ্রহের সময় চোখ-কান খোলা রাখতে হবে। সাংবাদিকতার পেশা দ্বারা যেভাবে ইসলাম, দেশ ও মানুষের কল্যাণ করা সম্ভব, তেমনি এর দ্বারা ক্ষতি করাও সম্ভব। সৎ ও সুস্থ সাংবাদিকতা এবং কল্যাণকর কাজে সংবাদ পরিবেশন করা হলে সওয়াব পাওয়া যাবে। বিপরীতে মিলবে গুনাহ। 

 

লেখক: সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা

 

জান্নাতি নারীর গুণাবলি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩০ এএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৬ পিএম
জান্নাতি নারীর গুণাবলি
ইবাদতরত নারীর ছবি। ইন্টারনেট

আল্লাহতায়ালা নারী-পুরুষ সৃষ্টি করেছেন। তাদের মাধ্যমে পূর্ণ করেছেন সভ্যতা। কাউকে উপেক্ষা করে পৃথিবী এগিয়ে যেতে পারবে না। টিকে থাকতেও পারবে না। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা এরশাদ করেছেন, ‘হে লোকসকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে ছড়িয়ে দিয়েছেন বহু নারী ও পুরুষ।’ (সুরা নিসা, আয়াত: ১)

এই পৃথিবী আল্লাহ সাজিয়েছেন ভোগসামগ্রী দিয়ে। পৃথিবীটাই ভোগের বস্তু। এটা উপভোগ করতে প্রয়োজন ভালো নারী। উত্তম জীবনসঙ্গী। জীবনসঙ্গী উত্তম ও ভালো না হলে পৃথিবী উপভোগ্য হয়ে ওঠে না। আব্দুল্লাহ বিন আমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেক বা পুণ্যবতী স্ত্রী।’ 

নারীরা অল্প আমল করেই জান্নাতে যেতে পারবেন। তাদের জান্নাতে যাওয়ার পথ খুবই সহজ। তবে কিছু ভুলের কারণে সে পথ হতে পারে কণ্টকাস্তীর্ণ। যেতে হতে পারে জাহান্নামে। রাসুলুল্লাহ (সা.) নারীদের সতর্ক করে বলেছেন, ‘হে নারীরা, তোমরা দান-সদকা করো। বেশি বেশি করে আল্লাহতায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করো। কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত নারীদের মধ্য থেকে একজন  প্রশ্ন করলেন, হে রাসুলুল্লাহ, আমাদের কেন এ অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসুলুল্লাহ (সা.) বললেন, তোমরা অধিক মাত্রায় অভিসম্পাত করে থাক এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাক।’ (বুখারি, হাদিস: ৩০৪) 

অন্ধকার যুগে নারীদের ওপর নানারকম অত্যাচার-নির্যাতন করা হতো। ইসলাম নারীদের অধিকার দিয়েছে। সুন্দর জীবনব্যবস্থা নিশ্চিত করেছে। চারটি কাজের বিনিময়ে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নারীরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে , রমজানে রোজা রাখে, লজ্জাস্থান রক্ষা করে এবং স্বামীর নির্দেশ মান্য করে, তা হলে তারা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারে।’ (ইবনে হিব্বান, হাদিস: ৪১৬৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের জান্নাতি রমণীরা হচ্ছে, যারা স্বামীর প্রতি প্রেমময়ী ও অধিক সন্তান প্রসবকারিণী। স্বামী রাগ করলে সে এসে স্বামীর হাতে হাত রেখে বলে, আপনি আমার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাব না।’ (সহিহুল জামে, হাদিস: ২৬০৪)

আরও পড়ুন: ফুটপাত ব্যবহারের বিধান

নারীদের স্বামীর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য স্বীকার করতে হবে। কথা ও কাজের মাধ্যমে তাকে সন্তুষ্ট রাখতে হবে। কোনো অবস্থাতেই তাকে অসন্তুষ্ট করা যাবে না। 
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি কি তোমাকে মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না? তা হলো, নেককার স্ত্রী। সে (স্বামী) তার (স্ত্রীর) দিকে তাকালে স্ত্রী তাকে আনন্দ দেয়। তাকে কোনো নির্দেশ দিলে সে তা মেনে নেয়। সে যখন তার থেকে অনুপস্থিত থাকে, তখন সে তার সতীত্ব ও তার সম্পদের হেফাজত করে।’ (আবু দাউদ, হাদিস: ১৬৬৪)

পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘ফলে পুণ্যবান স্ত্রীরা (আল্লাহ ও স্বামীর প্রতি) অনুগত থাকে এবং পুরুষের অনুপস্থিতিতে তারা তা (অর্থাৎ তাদের সতীত্ব ও স্বামীর সম্পদ) সংরক্ষণ করে, যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন।’ (সুরা নিসা, আয়াত:  ৩৪)

আজকাল সময় পেলেই নারীরা হিন্দি সিরিয়াল, খোশগল্পে মেতে ওঠে, যা তাদের জন্য ক্ষতিকর। সিরিয়াল দেখে তারা সে অনুযায়ী জীবনযাপন করতে চায়, যা পাপের তাগিদ ছাড়া আর কিছুই নয়। আর খোশগল্প? সে তো গিবতের কারখানা। খোশগল্পের আসরেই নারীরা একে অন্যের গিবত করে, যা অত্যন্ত গর্হিত কাজ। তাই এসব পাপের ব্যাপারে নারীদের সতর্কতা অবলম্বন করতে হবে। 
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে আয়েশা, আমল বিনষ্টকারী বিষয় (ছোট গুনাহ) থেকে বেঁচে থাকো। কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন।’ (ইবনে মাজাহ, হাদিস: ৪৩৮৪)

 

লেখিকা : সিনিয়র স্টাফ নার্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

 

ইসলামি বইমেলায় নতুন বই

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
ইসলামি বইমেলায় নতুন বই
ইসলামি বইমেলায় নতুন প্রকাশিত ২০ বইয়ের প্রচ্ছদের কোলাজ ছবি। খবরের কাগজ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামি বইমেলা। লেখক-পাঠকদের সরব উপস্থিতি মুখর করছে মেলা প্রাঙ্গণ। নতুন বইয়ের মধুর ঘ্রাণ বিমোহিত করছে সবাইকে। প্রতিদিনই নতুন বই আসছে। ২০টি নতুন বইয়ের পরিচিতি তুলে ধরা হলো-

১. মুহাম্মাদ সা. (দুই খণ্ড)
লেখক: ড. ইয়াসির ক্বাদি
প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশনস
স্টল নং: ২৩
পৃষ্ঠা: ১১০০
মুদ্রিত মূল্য: ১৫০০/-
মোবাইল: ০১৭১০১৯৭৫৫৮

২. আকিদা ও সুন্নাহ
লেখক: মুফতি রেজাউল করীম আবরার
প্রকাশক: কালান্তর প্রকাশনী
স্টল নং: ০৪
পৃষ্ঠা: ১৬০
মুদ্রিত মূল্য: ২৮০/- 
মোবাইল: ০১৩১২১০৩৫৯০

৩. পোস্টারে সেঁটে থাকা সেই মেয়েটি
অনুবাদক: মিরাজ রহমান ও মনযূরুল হক
প্রকাশক: অর্পণ প্রকাশন
স্টল নং: ৮৩-৮৪
পৃষ্ঠা: ২৩৮
মুদ্রিত মূল্য: ৩৮০/-
মোবাইল: ০১৯১২৩৯৫৩৩১

৪. ইসরাইলের বন্দিনী
লেখক: সায়ীদ উসমান
প্রকাশক: রাহনুমা প্রকাশনী
স্টল নং: ৩৫
পৃষ্ঠা: ২৬০
মুদ্রিত মূল্য: ৫০০/- 
মোবাইল: ০১৯৩৪০৮০০৩৬

৫. ইসলামি জাগরণ : নীতি ও নির্দেশনা 
লেখক: মুহাম্মাদ বিন সালিহ 
অনুবাদক: সানজিদা শারমিন
প্রকাশক: সিয়ান 
স্টল নং: ৭১-৭২
পৃষ্ঠা: ২৪০
মুদ্রিত মূল্য: ৩৯৫/-
মোবাইল: ০১৭৫৩৩৪৪৮১১

৬. সাহাবিদের অনন্য জীবন
লেখক: আব্দুল ওয়াহিদ হামি
অনুবাদক: আশিক আরমান নিলয়
প্রকাশক: সমকালীন প্রকাশন
স্টল নং: ৭৬
পৃষ্ঠা: ৪৪৬
মুদ্রিত মূল্য: ৬৬৫/-
মোবাইল: ০১৪০৯৮০০৯০০

৭. আমার নবি মুহাম্মাদ
লেখক: জাকারিয়া মাসুদ
প্রকাশক: সন্দীপন প্রকাশন
স্টল নং: ৫২
পৃষ্ঠা: ৫০৪
মুদ্রিত মূল্য: ৭৫০/-
মোবাইল: ০১৪০৬৩০০১০০

৮. নতুন দিনের গল্প শোনো
লেখক: নকীব মাহমুদ
প্রকাশক: পুনরায় প্রকাশন
স্টল নং: ০৮
পৃষ্ঠা: ৯৬
মুদ্রিত মূল্য: ১৪০/- 
মোবাইল: ০১৭৯০১২০৬৪৪

৯. রাসুলকে নিবেদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা
গ্রন্থনা: জুবায়ের রশীদ
প্রকাশক: ইলহাম
স্টল নং: ১৪
পৃষ্ঠা: ১৬০
মুদ্রিত মূল্য: ৩৫০/- 
মোবাইল: ০১৭৬৩৫৪৫৪৬৩

১০. চরিত্রের তরজমা
লেখক: হাবীবুল্লাহ সিরাজ
প্রকাশক: হসন্ত প্রকাশন
স্টল নং: ৫৪
পৃষ্ঠা: ২৫০
মুদ্রিত মূল্য: ২৮০/- 
মোবাইল: ০১৮৮৪৬১৪৪১৪

১১. রাসুল সা. প্রেমের সওগাত
লেখক: কাজী সিকান্দার
প্রকাশক: কলম একাডেমি
স্টল নং: ০৭
পৃষ্ঠা: ১৯২
মুদ্রিত মূল্য: ৩২০/-
মোবাইল: ০১৮১৭৭১১৪৩৮

১২. প্লিজ কামব্যাক
লেখক: হাসান আল-আফাসি
প্রকাশক: বৈচিত্র্য প্রকাশন
স্টল নং: ২৬
পৃষ্ঠা: ২০৬
মুদ্রিত মূল্য: ৩৮০/- 
মোবাইল: ০১৬০৯১১২৮০৭

১৩. চরিত্র সংশোধন
লেখক: হাকিম মুহাম্মদ আখতার
অনুবাদক: আবদুল কাইয়ুম শেখ
প্রকাশক: মাকতাবাতুল হেরা
স্টল নং: ৩৯
পৃষ্ঠা: ৯৬
মুদ্রিত মূল্য: ২০০/- 
মোবাইল: ০১৯২৩৭৪৭৯২২

১৪. সন্তান প্রতিপালন ও পরিচর্যা 
লেখক: আশরাফ আলি থানভি 
অনুবাদক: ইলিয়াস আশরাফ
প্রকাশক: মাকতাবাতুল ফুরকান 
স্টল নং: ০১
পৃষ্ঠা: ১২৮
মুদ্রিত মূল্য: ৩০০/-
মোবাইল: ০১৭৩৩২১১৪৯৯

১৫. দৈনন্দিন জীবনে কোরআন-হাদিসের দোয়া
লেখক: উবায়দুল হক খান
প্রকাশক: জ্ঞানপিপাসু প্রকাশন
স্টল নং: ২৬
পৃষ্ঠা: ১২৮
মুদ্রিত মূল্য: ২২০/-
মোবাইল: ০১৭৩৫৮৯১৩১৯

১৬. সিরাজউদ্দৌলা
লেখক: আমীরুল ইসলাম ফুয়াদ
প্রকাশক: বাতায়ন
স্টল নং: ২৬
পৃষ্ঠা: ২০০
মুদ্রিত মূল্য: ৩০০/-
মোবাইল: ০১৬১৫১২৯০৬৯

১৭. জান্নাত লাভের আমল
লেখক: শাইখ আহমাদ মুস্তফা মুতাওয়াল্লি
অনুবাদক: হাসান শুয়াইব
প্রকাশক: দ্বীন পাবলিকেশন
স্টল নং: ১০
পৃষ্ঠা: ৩৫২
মুদ্রিত মূল্য: ৫৭০/-
মোবাইল: ০১৩০৩৭৭১২২২

১৮. অলসতার বিরুদ্ধে লড়াই 
লেখক: মাহমুদ বিন নূর
প্রকাশক: রাইয়ান প্রকাশন
স্টল নং: ১১
পৃষ্ঠা: ১৪২
মুদ্রিত মূল্য: ২২০/-
মোবাইল: ০১৮১০০৪৭৭৬৩

১৯. মুসলিম হবার গল্প 
লেখক: আবিদ এইচ রাহাত
প্রকাশক: ওয়াফি পাবলিকেশন
স্টল নং: ৫৫
পৃষ্ঠা: ১২৮
মুদ্রিত মূল্য: ২৩৭/-
মোবাইল: ০১৭৪১৯৯২৬৬৪

২০. বিশ্বাসের সন্ধানে 
লেখক: ড. খালিদ আবু শাদি
অনুবাদক: আহমাদুল্লাহ আল জামি
প্রকাশক: মুহাম্মদ পাবলিকেশন
স্টল নং: ২৭ 
পৃষ্ঠা: ১৭৬
মুদ্রিত মূল্য: ৩০০/-
মোবাইল: ০১৭৯৭৪৫৫৪৭৩

লেখক : আলেম ও সাংবাদিক