নারীর স্বপ্নে ওড়না দেখা তার লজ্জাশীল হওয়ার লক্ষণ। পুরুষ স্বপ্নে ওড়না দেখা তার প্রশস্ততা ও ধন-সম্পদ লাভের ইঙ্গিত। যদি স্বপ্নে দেখে মানুষের সামনে কোনো নারীর ওড়না মাথা থেকে পড়ে গেছে, তা হলে এটা স্বপ্নদ্রষ্টার নির্লজ্জতার আলামত। বিবাহিত নারী স্বপ্নে তার ওড়নায় এমন দেখলে, তার স্বামী বিপদের সম্মুখীন হবে। অবিবাহিত হলে নারীর সম্পদহানি ঘটবে।
যদি কোনো নারী তার ওড়না পুরাতন ও কালো দেখে, তা হলে বুঝতে হবে, তার স্বামী নির্বোধ ও দরিদ্র। নারী তার গায়ে ভেজা ওড়না স্বপ্নে দেখলে বুঝতে হবে, তার শত্রুরা তার সঙ্গে প্রতারণা করবে এবং তার স্বামীর কাছে দুর্নাম করবে।
কোনো পুরুষের স্বপ্নে জামা দেখলে, উপার্জনে ও দীনে উন্নতি লাভ করবে। কারও মতে, জামা দেখা সুসংবাদের ইঙ্গিত। কেননা, আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা আমার এই জামাটি নিয়ে যাও।’ (সুরা ইউসুফ, আয়াত: ৯৩)
কারও মতে, জামা দেখা পুরুষ নারীর জন্য এবং নারী পুরুষের জন্য পোশাকস্বরূপ হওয়া অর্থাৎ সহৃদয় হওয়া বোঝায়। কেননা, মহান আল্লাহ বলেছেন, ‘তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক। আর তোমরা তাদের পোশাক।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৭)
আরও পড়ুন: স্বপ্নে মদ দেখলে কী হয়?
যদি কেউ তার জামার পকেট ছেঁড়া দেখে, তা হলে সেটা তার দরিদ্রতার লক্ষণ। সাদা কাপড় দেখা দীন-দুনিয়ার কল্যাণের ইঙ্গিত। জামা পরিধান করা মর্যাদা ও প্রভাবের মর্ম বহন করে। জুব্বার ক্ষেত্রেও একই ব্যাখ্যা। উভয়টির ভালো-মন্দ ব্যাখ্যা পরিধানকারীর অবস্থা বিবেচনায় নিরূপণ হবে।
যদি কোনো নারী স্বপ্নে নতুন, পুরু ও প্রশস্ত জামা পরিধান করতে দেখে, তবে তার এবং তার স্বামীর দীনি ও দুনিয়াবি উন্নতি লাভ হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘একবার আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম, লোকদের আমার সামনে উপস্থিত করা হচ্ছে। তাদের পরনে জামা রয়েছে। কারও জামা বুক পর্যন্ত আর কারও জামা হাঁটুর নিচ পর্যন্ত দীর্ঘ। উমর ইবনুল খাত্তাব (রা.)কে আমার সামনে হাজির করা হলো এমতাবস্থায় যে, তিনি তার জামা টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর রাসুল, আপনি এর কী ব্যাখ্যা করেছেন? তিনি বললেন, দীন।
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক