সুগন্ধি স্বপ্নে দেখা মৌলিকভাবে উত্তম প্রশংসার আলামত। সুতরাং স্বপ্নে সুগন্ধি ও সুগন্ধিজাতীয় ধোঁয়া গ্রহণ করা প্রশংসার পাত্র হওয়ার লক্ষণ। কারও মতে, অসুস্থ ব্যক্তি সুগন্ধি বা ধূপদানি দেখলে তার মৃত্যু হবে।
যদি কেউ স্বপ্নে আম্বর দেখে, তবে সে আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তির পক্ষ থেকে সম্পদ লাভ করবে।
মেশক আম্বর বা মৃগনাভি এবং কালো-জাতীয় সব ধরনের সুগন্ধি ইত্যাদি স্বপ্নে দেখলে পদমর্যাদা ও আনন্দে মেতে থাকবে। তা গুঁড়ো করতে দেখলে উত্তম প্রশংসার অধিকারী হবে। গুঁড়ো করার পর তা সুগন্ধিময় না হলে বুঝতে হবে, স্বপ্নদ্রষ্টা অকৃতজ্ঞ ব্যক্তির প্রতি দয়া দেখাবে।
কর্পূর ও সাদা সুগন্ধিদ্রব্য স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা সৌন্দর্যসহ উত্তম প্রশংসার অধিকারী হবে। স্পর্শ ছাড়া জাফরান দেখাও উত্তম প্রশংসার লক্ষণ। তা পিষতে দেখলে, স্বপ্নদ্রষ্টা অনেক সতর্ক থাকা সত্ত্বেও অসুস্থ হবে।
আরও পড়ুন: স্বপ্নে নারীদের ওড়না ও জামা দেখার ব্যাখ্যা
মূল্যবান জাফরান স্বপ্নে দেখা হজ করার পূর্বাভাস। কেউ বলেছেন, স্বপ্নদ্রষ্টা ধন-সম্পদের অধিকারী হবে। কেউ এর দ্বারা নেতৃত্বের ব্যাখ্যাও করেছেন। কারও মতে, স্বপ্নে মন্ত্রীর বাড়িতে মূল্যবান জাফরান দেখলে, স্বপ্নদ্রষ্টা খেয়ানতের দায়ে অভিযুক্ত হবে। জারিব সুগন্ধি স্বপ্নে দেখা উত্তম প্রশংসার লক্ষণ। গোলাপজল দেখার ব্যাখ্যা হলো, সম্পদ, উত্তম প্রশংসা ও শারীরিক সুস্থতা। ধূপের ঘ্রাণে সুবাসিত হতে দেখলে স্বপ্নদ্রষ্টা মানুষের সঙ্গে সদাচরণ করবে। হরিণ শাবকের তেল ছাড়া সব ধরনের তেল দেখার ব্যাখ্যা হলো বিপদে আক্রান্ত হওয়া। কেননা, হরিণ শাবকের তেল উত্তম প্রশংসার দাবিদার। জাইতুন তেল শরীরে লাগাতে, পান করতে ও খেতে দেখা বরকতের আলামত। কেননা এটা বরকতপূর্ণ গাছের নির্যাস।
এক বাদশাহ স্বপ্নে অনেকগুলো ধূপদানি দেখলেন। যেগুলো কোনো শহরে রাখা হয়েছে এবং সেগুলো প্রজ্বলিত হওয়া ছাড়াই সুগন্ধি ছড়াচ্ছে। বাদশাহ ওই স্বপ্নে জমিনে বপনকৃত বীজ এবং মাথায় তিনটি মুকুটও দেখলেন। স্বপ্নবিশারদের কাছে স্বপ্নের ঘটনা জানালে তিনি বাদশাহকে বললেন, আপনি ত্রিশ বছর রাজত্ব করবেন। আপনার শাসনামলে ফলমূল ও উদ্ভিদ বেশি হবে। পুদিনাজাতীয় এক প্রকার সুগন্ধি ফুলের প্রচুর ফলন হবে। পরে দেখা গেল, ঘটনা তেমনই ঘটেছে, যেমন তিনি ব্যাখ্যা করেছিলেন।
যদি কেউ স্বপ্নে ধূপের সুবাস ছড়াতে দেখে, তবে কল্যাণ ও উত্তম প্রশংসার জীবন লাভ করবে।
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম ও সাংবাদিক