আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখন সিজদা করার ইচ্ছা পোষণ করতেন, তখন তাকবির (আল্লাহু আকবার) দিতেন।’ (বুখারি, হাদিস: ৮০৩; মুসলিম, হাদিস: ৭৫৪)
দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাওয়ার সময় জমিনে আগে হাঁটু রাখতে হবে নাকি আগে হাত রাখতে হবে—এ বিষয়টা নিয়ে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। ওয়াইল ইবনে হুজর (রা.) বলেন, ‘আমি দেখেছি সিজদায় গমনকালে রাসুলুল্লাহ (সা.) জমিনে হাত রাখার আগে হাঁটু রাখতেন এবং সিজদা থেকে ওঠার সময় হাঁটুর আগে হাত উঠাতেন।’ (আবু দাউদ, হাদিস: ৮৩৮; ইবনে মাজাহ, হাদিস: ৮৮২)
অন্য এক বর্ণনায় পাওয়া যায়, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন সিজদার সময় উটের মতো না বসে। সিজদার সময় যেন জমিনে হাঁটু রাখার আগে হাত রাখে।’ (আবু দাউদ, হাদিস: ৮৪০; নাসায়ি, হাদিস: ১০৯১)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি সাত অঙ্গের দ্বারা বা সাত অঙ্গের ওপর ভর করে সিজদা করার ব্যাপারে নির্দেশিত হয়েছি—কপাল দ্বারা। এরপর তিনি হাত দ্বারা নাকের প্রতি ইশারা করলেন। আর দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুলসমূহের অগ্রভাগ দ্বারা।’ (বুখারি, হাদিস: ৮১২)
আরও পড়ুন: রুকু থেকে ওঠার সময় কোন দোয়া পড়তে হয়?
সিজদা অবস্থায় হাতের আঙুলগুলো মিলিয়ে কিবলামুখী করে, দুই বাহু পার্শ্বদেশ থেকে আলাদা, পায়ের আঙুলগুলো উন্মুক্ত এবং মুখমণ্ডল দুই হাতের মাঝে রাখতে হবে। ওয়াইল ইবনে হুজর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখন রুকু করতেন তখন হাতের আঙুলগুলো ছড়িয়ে রাখতেন আর যখন সিজদা করতেন তখন হাতের আঙুলগুলো মিলিয়ে রাখতেন।’ (মুসতাদরেকে হাকেম, হাদিস: ৮১৪)
অন্য এক বর্ণনায় এসেছে, ‘হাতের আঙুলগুলোর অগ্রভাগ কিবলামুখী করে রাখতেন।’ (ইবনে খুজাইমা, হাদিস: ৬৪৩)
দুই বাহু দুই বগল থেকে আলাদা এবং দুই পায়ের আঙুল উন্মুক্ত রাখতে হবে। আবু কাতাদা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) সিজদায় তাঁর দুই বাহু দুই বগল থেকে আলাদা রাখতেন এবং দুই পায়ের আঙুলগুলো উন্মুক্ত রাখতেন।’ (ইবনে খুজাইমা, হাদিস: ৬৮৫)
রাসুলুল্লাহ (সা.) সিজদাতে কপালের মতো নাকও মাটিতে রাখতেন। হাতের আঙুলগুলো সোজাভাবে নরম করে কিবলামুখী করে রাখতেন। দুই পায়ের গোড়ালি একত্রে মিলিয়ে আঙুলগুলো কিবলামুখী করে পা খাড়া করে রাখতেন।’ (মুসলিম, হাদিস: ৯৭৭)
সিজদায় দুই বাহু কুকুরে মতো জমিনে বিছিয়ে দেওয়া যাবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সিজদার সময় তোমাদের কেউ যেন তার দুই বাহু কুকুরের মতো জমিনে বিছিয়ে না দেয়।’ (বুখারি, হাদিস: ৮২২)
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি রুকু ও সিজদায় পিঠ সোজা না রাখে, তার নামাজ পূর্ণ হয় না।’ (তিরমিজি, হাদিস: ২৬৫)
বারা ইবনে আজিব (রা.)-কে জিজ্ঞাসা করা হলো, রাসুলুল্লাহ (সা.) সিজদায় মুখমণ্ডল কোথায় রাখতেন? তিনি বলেন, ‘দুই হাতের মাঝখানে রাখতেন।’ (তিরমিজি, ১/৩৭)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক