পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ। কাজেই তোমরা সেই নামসমূহ দিয়ে তাঁকে ডাকো।’ (সুরা আরাফ, আয়াত: ১৮০)
কোরআনে আছে, ‘তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে, যে নামেই ডাকো না কেন, সব সুন্দর নাম তাঁরই।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ১১০)
আল্লাহর ৯৯টি গুণবাচক নাম রয়েছে। নামগুলো আসমাউল হুসনা বা সর্বোত্তম নামসমূহ নামে পরিচিত। এ নামগুলো উচ্চারণ করলে মনে প্রশান্তি আসে। জীবনে নেমে আসে রহমতের ফল্গুধারা। আল্লাহর ৯৯ গুণবাচক নাম ফজিলতপূর্ণ। প্রত্যেক মুসলমানের উচিত, এই নামগুলোর অর্থ জানা। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর ৯৯টি নাম রয়েছে, একশ থেকে একটি কম। যে ব্যক্তি এগুলো গণনা করবে (অর্থাৎ মুখস্থ করবে ও এর অর্থ বুঝবে), সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, হাদিস: ২৭৩৬, মুসলিম, হাদসি: ২৬৭৭)
আল্লাহর ৯৯টি নাম ও অর্থ
১. আল্লাহ অর্থ একমাত্র সত্য উপাস্য, ২. আর-রহমান অর্থ পরম করুণাময়, ৩. রহিম অর্থ অসীম দয়ালু, ৪. আল-মালিক অর্থ সর্বময় কর্তৃত্বের মালিক, ৫. আল-কুদ্দুস অর্থ পরম পবিত্র, ৬. আস-সালাম অর্থ শান্তি প্রদানকারী, ৭. আল-মুমিন অর্থ নিরাপত্তাদাতা, ৮. আল-মুহাইমিন অর্থ রক্ষক, ৯. আল-আজিজ অর্থ পরাক্রমশালী, ১০. আল-জাব্বার অর্থ প্রতাপশালী, ১১. আল-মুতাকাব্বির অর্থ গৌরবময়, ১২. আল-খালিক অর্থ সৃষ্টিকর্তা, ১৩. আল-বারি অর্থ উদ্ভাবনকারী, ১৪. আল-মুসাউইর অর্থ রূপদানকারী, ১৫. আল-গাফফার অর্থ ক্ষমাশীল, ১৬. আল-কাহহার অর্থ দমনকারী, ১৭. আল-ওয়াহহাব অর্থ মহাদাতা, ১৮. আর-রাজজাক অর্থ রিজিকদাতা, ১৯. আল-ফাত্তাহ অর্থ বিজয়দাতা, ২০. আল-আলিম অর্থ সর্বজ্ঞানী, ২১. আল-কাবিদ অর্থ সংকুচিতকারী, ২২. আল-বাসিত অর্থ প্রসারণকারী, ২৩. আল-খাফিদ অর্থ অবনতকারী, ২৪. আর-রাফি অর্থ উন্নতকারী, ২৫. আল-মুয়িজ অর্থ সম্মানদাতা, ২৬. আল-মুজিল অর্থ অপমানকারী, ২৭. আস-সামি অর্থ সর্বশ্রোতা, ২৮. আল-বাসির অর্থ সর্বদ্রষ্টা, ২৯. আল-হাকাম অর্থ মহাবিচারক, ৩০. আল-আদল অর্থ ন্যায়বিচারক, ৩১. আল-লাতিফ অর্থ সূক্ষ্মদর্শী, ৩২. আল-খাবির অর্থ সর্বজ্ঞ, ৩৩. আল-হালিম অর্থ ধৈর্যশীল, ৩৪. আল-আজিম অর্থ মহামহিম, ৩৫. আল-গাফুর অর্থ ক্ষমাকারী, ৩৬. আশ-শাকুর অর্থ কৃতজ্ঞতা স্বীকারকারী, ৩৭. আল-আলি অর্থ সর্বোচ্চ, ৩৮. আল-কাবির অর্থ মহান, ৩৯. আল-হাফিজ অর্থ সংরক্ষক, ৪০. আল-মুকিত অর্থ আহার্যদাতা, ৪১. আল-হাসিব অর্থ হিসাব গ্রহণকারী, ৪২. আল-জালিল অর্থ মহিমাময়, ৪৩. আল-কারিম অর্থ মহানুভব, ৪৪. আর-রাকিব অর্থ পর্যবেক্ষক, ৪৫. আল-মুজিব অর্থ প্রার্থনা কবুলকারী, ৪৬. আল-ওয়াসি অর্থ সর্বব্যাপী, ৪৭. আল-হাকিম অর্থ প্রজ্ঞাময়, ৪৮. আল-ওয়াদুদ অর্থ প্রেমময়, ৪৯. আল-মাজিদ অর্থ গৌরবান্বিত, ৫০. আল-বায়িস অর্থ পুনরুত্থানকারী, ৫১. আশ-শাহিদ অর্থ প্রত্যক্ষদর্শী, ৫২. আল-হাক অর্থ সত্য, ৫৩. আল-ওয়াকিল অর্থ কর্মবিধায়ক, ৫৪. আল-কাওয়ি অর্থ শক্তিধর, ৫৫. আল-মাতিন অর্থ দৃঢ়, ৫৬. আল-ওয়ালি অর্থ অভিভাবক, ৫৭. আল-হামিদ অর্থ প্রশংসিত, ৫৮. আল-মুহসি অর্থ গণনাকারী, ৫৯. আল-মুবদি অর্থ আরম্ভকারী, ৬০. আল-মুয়িদ অর্থ পুনরাবর্তনকারী, ৬১. আল-মুহয়ি অর্থ জীবনদাতা, ৬২. আল-মুমিত অর্থ মৃত্যুদাতা, ৬৩. আল-হাইয়ু অর্থ চিরজীবী, ৬৪. আল-কাইয়ুম অর্থ স্বয়ংস্থিত, ৬৫. আল-ওয়াজিদ অর্থ অভীষ্ট লাভকারী, ৬৬. আল-মাজিদ অর্থ মহিমান্বিত, ৬৭. আল-ওয়াহিদ অর্থ এক, ৬৮. আল-আহাদ অর্থ একক, ৬৯. আস-সামাদ অর্থ অমুখাপেক্ষী, ৭০. আল-কাদির অর্থ সর্বশক্তিমান, ৭১. আল-মুকতাদির অর্থ ক্ষমতাবান, ৭২. আল-মুকাদ্দিম অর্থ অগ্রবর্তী, ৭৩. আল-মুয়াখখির অর্থ পশ্চাদবর্তী, ৭৪. আল-আউয়াল অর্থ আদি, ৭৫. আল-আখির অর্থ অন্ত, ৭৬. আজ-জাহির অর্থ প্রকাশ্য, ৭৭. আল-বাতিন অর্থ গোপন, ৭৮. আল-ওয়ালি অর্থ অভিভাবক, ৭৯. আল-মুতাআলি অর্থ সর্বোচ্চ, ৮০. আল-বারর অর্থ পুণ্যময়, ৮১. আত-তাওয়াব অর্থ তাওবা কবুলকারী, ৮২. আল-মুনতাকিম অর্থ প্রতিশোধ গ্রহণকারী, ৮৩. আল-আফুউ অর্থ ক্ষমাশীল, ৮৪. আর-রাউফ অর্থ স্নেহশীল, ৮৫. মালিকুল মুলক অর্থ রাজাধিরাজ, ৮৬. জুল জালালি ওয়াল ইকরাম অর্থ মহিমা ও সম্মানের অধিকারী, ৮৭. আল-মুকসিত অর্থ ন্যায়পরায়ণ, ৮৮. আল-জামি অর্থ একত্রকারী, ৮৯. আল-গানি অর্থ অমুখাপেক্ষী, ৯০. আল-মুগনি অর্থ সমৃদ্ধিদাতা, ৯১. আল-মানি অর্থ প্রতিরোধক, ৯২. আদ-দার অর্থ ক্ষতিকারক, ৯৩. আন-নাফি অর্থ উপকারক, ৯৪. আন-নুর অর্থ জ্যোতি, ৯৫. আল-হাদি অর্থ পথপ্রদর্শক, ৯৬. আল-বাদি অর্থ অভিনব, ৯৭. আল-বাকি অর্থ চিরস্থায়ী, ৯৮. আল-ওয়ারিস অর্থ উত্তরাধিকারী, ৯৯. আর-রাশিদ অর্থ সঠিক পথপ্রদর্শক।
আরও পড়ুন: আল্লাহর নামের গুরুত্ব ও তাৎপর্য
প্রতিটি নাম আল্লাহর এক একটি গুণ ও বৈশিষ্ট্যের প্রকাশ। একজন মুসলিমের জীবনে এই নামগুলোর গুরুত্ব অপরিসীম। এই নামগুলো জানা, বোঝা এবং স্মরণ করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে এই নামগুলোর অর্থ অনুধাবন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা উচিত।
লেখক: খতিব, বাগবাড়ি জামে মসজিদ, গাবতলী