
ইসলাম আমাদেরকে নতুন কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নিকট কল্যাণ কামনা করার নির্দেশনা দেয়। আর আল্লাহর নিকট কল্যাণ কামনার নববি বা সুন্নাহ পদ্ধতি হলো সালাতুল ইসতেখারা বা ইসতেখারার নামাজ। যাকে আমরা কল্যাণ প্রার্থনার নামাজও বলে থাকি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইসতেখারার নামাজ আদায় করতেন এবং উম্মতকে আদায় করার নির্দেশনা দিয়েছেন।
এ নামাজের নিয়ম হলো─ প্রথমে স্বাভাবিক নিয়মে দুই রাকাত নামাজ পড়তে হবে। নামাজ শেষে আল্লাহর প্রশংসা এবং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ পড়তে হবে। এরপর ইসতেখারার দোয়া পড়তে হবে। ইসতেখারার দোয়াটা হলো─
উচ্চারণ─ আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিকা অআসতাকদিরুকা বি কুদরাতিকা অআসআলুকা মিন ফাযলিকাল আযিম, ফাইন্নাকা তাকদিরু অলা আকদিরু অতালামু অলা আলামু অআন্তা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুন্তা তালামু আন্না হাজাল আমরা খাইরুল লি ফি দীনি অমাআশি অআকিবাতি আমরী অআজিলিহী অআজিলিহ, ফাকদুরহু লি, অয়্যাসসিরহু লি, সুম্মা বারিক লি ফীহ। অইন কুন্তা তালামু আন্না হাজাল আমরা শাররুল লি ফি দীনি অমাআশি অআকিবাতি আমরী অআজিলিহী অআজিলিহ, ফাসরিফহু আন্নি অসরিফনী আনহু, অক্বদুর লিয়াল খাইরা হাইসু কানা সুম্মা রাযযিনী বিহ। (সহিহ বুখারি, হাদিস: ১১৬২)
ইসতেখারার জন্য কিছু শর্ত রয়েছে─ ১. মনে মনে ইসতেখারার নিয়ত করা। ২. সাধ্যানুযায়ী প্রয়োজনীয় চেষ্টা-প্রচেষ্টা করা। ৩. আল্লাহর ফায়সালার ওপর সন্তুষ্ট থাকার মানসিকতা তৈরি করা। ৪. শুধু বৈধ বিষয়ে ইসতেখারা করা, অবৈধ বিষয়ে ইসতেখারা না করা। ৫. ইস্তেগফার (আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা) করা। ৬. হারাম উপার্জন না করা, হারাম খাবার না খাওয়া।
ইসতেখারার ব্যাপারে কিছু জরুরি কথা─ ১. ইসতেখারার দোয়া মুখস্থ না থাকলে দেখে পড়তে কোনো সমস্যা নেই। তবে মুখস্থ করে নেওয়া এবং মুখস্থ পড়া বেশি ভালো। ২. ইসতেখারার পরে উক্ত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হলে আল্লাহর ওপর ভরসা করে দৃঢ়ভাবে কাজে এগিয়ে যাওয়া। পিছপা না হওয়া, হীনম্মন্যতায় না ভোগা। আল্লাহতায়ালা বলেন─ ‘আর যখন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো তখন আল্লাহর ওপর ভরসা করো।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯) ৩. ইসতেখারার নামাজ ও দোয়া পড়ার পরও সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারলে একধিকবার পড়া জায়েজ আছে। ৪. একজনের পক্ষ থেকে আরেকজন ইসতেখারা করলে তা সহিহ হয় না। ৫. অন্যায়, হারাম এবং মাকরূহ কাজে ইসতেখারা করা বৈধ নয়।
আল্লাহতায়ালা আমাদের সঠিক নিয়মে ইসতেখারা করে সঠিক এবং কল্যাণময় সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করুন।
লেখক : শিক্ষক মাদরাসাতুল হেরা, ঢাকা