উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.) বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শই সবার জন্য অনুকরণীয় আদর্শ অভিহিত করে বলেন, ‘আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব, আয়াত: ২১)। মানুষের জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সব বিষয়ে মহান আল্লাহর নির্দেশনা কী, রাসুলুল্লাহ (সা.) নিজের জীবনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বিশ্ববাসীকে তা দেখিয়ে দিয়েছেন। মানুষ কীভাবে আল্লাহর ইবাদত করবে এবং কীভাবে ২৪ ঘণ্টা সময় কাটাবে—মানুষের দিন-রাত কেমন করে কাটানো উচিত, কোন সময় কি করবে, কখন ঘুমাবে, কখন হাঁটবে, কখন খাবে, কোন সময় স্ত্রীর সঙ্গে একান্ত সময় যাপন করবে, এর সবকিছু স্পষ্টভাবে বলেছেন নবিজি (সা.)। তাঁর রুটিনমাফিক জীবনজুড়ে রয়েছে সেসব কাজকর্ম। তিনি দিন-রাতের ২৪ ঘণ্টা সময় কাটিয়েছেন নিয়মের ভেতর দিয়ে। মুসলিম মাত্রই জানতে চান, মুহাম্মাদ (সা.)-এর দিন-রাত কীভাবে কেটেছে? তিনি ২৪ ঘণ্টায় কি কি কাজ করতেন? তাঁর জীবনের রুটিন কেমন ছিল? তার লাইফস্টাইল কোন ধরনের ছিল। রাসুলুল্লাহ (সা.)-এর ২৪ ঘণ্টার রুটিন ও তাঁর সুন্নাহ লাইফস্টাইল জানার এক হীরকখণ্ড উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)।
পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর আনুগত্য করা এবং তাঁর দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক রুটিন (সুন্নত, দোয়া ও আমল), অভ্যাস ও জীবনধারা অনুসরণ করার মধ্যেই দুনিয়ার সফলতা ও পরকালের মুক্তি রয়েছে। তাঁর জীবনধারা উম্মতের জন্য অনুকরণীয়-অনুসরণীয় সুন্দরতম আদর্শ। একমাত্র রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতি আমলগুলো অনুসরণে প্রত্যেক মুমিন-মুসলমানের যাবতীয় কল্যাণ নিহিত। তাঁর প্রতিদিনের সুন্নত, দোয়া, আমল ও জীবনযাপনের রুটিন জানার অনন্য এ বই।
কীভাবে শুরু হতো রাসুলুল্লাহ (সা.)-এর সকাল? কখন ঘুম থেকে উঠতেন তিনি? নাশতায় কি খেতেন? নাকি আমাদের মতো নাশতা না করেই চলে যেতেন কর্মস্থলে? দুপুরের সময়টা কীভাবে কাটত তাঁর? বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে কী করতেন? কখন এবং কীভাবে ঘুমাতেন তিনি? ঘুমানোর ঠিক কতক্ষণ আগে রাতের খাবার খেতেন? স্বামী হিসেবে কতটা উত্তম ছিলেন তিনি? সপ্তাহের কোন কোন দিন রোজা রাখতেন এবং বছরের কোন মাসে কখন, কীভাবে, কী কী আমল করতেন রাসুলুল্লাহ (সা.)? প্রোডাক্টিভিটির কোনো ছোঁয়া ছিল কি তাঁর দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক রুটিন এবং জীবনধারায়? এমন অসংখ্য প্রশ্নের উত্তর মিলবে এ বইটির পাতায় পাতায়।
এ বইটিতে বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। যথা-
- রাসুলুল্লাহ (সা.)-এর প্রোডাক্টিভ রুটিন এবং সুন্নাহ লাইফস্টাইলকে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে। যাতে করে বুঝতে ও আমল করতে সহজ হয়।
- প্রোডাক্টিভ লাইফস্টাইল মেইনটেন করে জীবনে সফল হওয়ার জন্য রাসুলুল্লাহ (সা.)-এর রুটিন ও লাইফস্টাইলই যে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ এবং তিনিই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্টিভ মানুষ— তা প্রমাণ করা হয়েছে।
- দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক প্রোডাক্টিভ রুটিন এবং সুন্নাহ লাইফস্টাইল তুলে ধরার পাশাপাশি এগুলোর আদায়পদ্ধতি এবং বিধান তুলে ধরা হয়েছে।
- গ্রাফ, ইনফোগ্রাফিক ডিজাইন ও ছক আকারে বিভিন্ন বিষয়াবলি উপস্থাপন করা হয়েছে।
- সুপ্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থসহ বিশুদ্ধ বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে প্রায় দেড় হাজার বিশুদ্ধ বর্ণনা বা রেওয়ায়েতের আলোকে বইটি রচিত হয়েছে।
বইটি লিখেছেন মিরাজ রহমান। প্রকাশ করেছে সুলতানস। ৩৮২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৭০০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি সুলতানস থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ
লেখক: মিরাজ রহমান
প্রকাশক: সুলতানস
পৃষ্ঠা সংখ্যা: ৩৮৪
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা
মোবাইল: ০১৮১০০১১১২৫
লেখক: আলেম ও সাংবাদিক