
আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের আন্তর্জাতিক কিরাত ও নাশিদ সম্মেলনে আসছেন পাঁচ দেশের কারি। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে ৬ষ্ঠ বারের মতো আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পাঁচ দেশের কারিরা হলেন, আনোয়ারুল হাসান শাহ বুখারি (পাকিস্তান), আতা আব্দুল আলিম রসুলি (মালয়েশিয়া), হাদি ইসফিদানি (ইরান), মুখতার মোহাম্মদ আব্দুল আজিজ (ইরাক) ও হাফিজ আবু মোহাম্মদ আসাদ (ভারত)।
বাংলাদেশি কারিদের মধ্যে থাকবেন, মাওলানা সাইফুল ইসলাম আসাদ, হাফেজ মো. ইমরান হাসান, মাওলানা মুজিবুর রহমান। ইসলামি নাশিদ পরিবেশন করবেন কাজী আল আমিন, মুহাম্মদ আহসান, মাওলানা রাশেদ, সাদিক আল কোরাইশী, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ ইমামুল হক প্রমুখ।
সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের উপদেষ্টা খ্যাতিমান ওয়ায়েজ আলহাজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। উপদেষ্টা হিসেবে থাকবেন আলহাজ মাওলানা এরশাদুল হক।
আয়োজকরা জানান, এ সম্মেলনের মূল উদ্দেশ্য ইসলামি সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো। হাফেজ ছাত্রদের কঠোর পরিশ্রম ও সাফল্যের প্রতি সম্মান জানানো হবে এ অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য।
আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজক মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, ‘এ আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা কারি ও শিল্পীদের একত্রিত করে কোরআনের সুমধুর তেলাওয়াত ও ইসলামি সংগীতের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়; বরং ইসলামি চেতনা সবার হৃদয়ে পৌঁছে দেওয়া। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান আমাদের প্রতিষ্ঠানটির অন্যতম গর্বিত উদ্যোগ—যা তাদের অধ্যবসায় ও সাফল্যের প্রতি সম্মান জানায়। এতে দেশের লাখো মানুষ তাদের সন্তানদের কোরআনে হাফেজ বানাতে আগ্রহী হবে।’
আরআর/এমআর