ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

যাবতীয় গোমরাহির নেপথ্য কারণ জানতে পড়ুন ‘ধর্মের নামে সীমালঙ্ঘন’ বই

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম
আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ এএম
যাবতীয় গোমরাহির নেপথ্য কারণ জানতে পড়ুন ‘ধর্মের নামে সীমালঙ্ঘন’ বই
‘ধর্মের নামে সীমালঙ্ঘন’ বইয়ের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী গোমরাহির এক প্লাবন প্রবাহিত হচ্ছে। নানা রঙের, নানা রকমের। আরও আশ্চর্য বিষয় হচ্ছে, এসব আবার হচ্ছে ধর্মের মোড়কে। ধর্মের নামে। দ্বীনের নামে, ইমানের নামে, ইসলামের নামে, সুন্নাতের নামে। ইসলামবিরোধী ষড়যন্ত্রগুলোর বিপরীতে ধর্মের নামে পরিচালিত ও প্রচলিত গোমরাহির প্রভাব দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। বরং প্রথমগুলোর তুলনায় এসবের ক্ষতি আরও বেশি, আরও ভয়াবহ। খুব গভীর থেকে অনুসন্ধান করলে এর নেপথ্যে প্রধানত দুটি কারণ পাওয়া যায়। যথা- বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি। এ দুয়েরই সমন্বিত নাম হলো সীমালঙ্ঘন। ধর্মের বেঁধে দেওয়া সীমা কখনো লঙ্ঘিত হয় বাড়াবাড়ির মাধ্যমে। আবার কখনো লঙ্ঘিত হয় ছাড়াছাড়ির মাধ্যমে। অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে এই উভয় সীমা লঙ্ঘন সম্পর্কে আলোচনা করা হয়েছে ধর্মের নামে সীমালঙ্ঘন বইয়ে। 

বইটিতে বিভিন্ন ঘরানায় চর্চিত যাবতীয় সীমা লঙ্ঘনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইহুদি, খ্রিষ্টান, শিয়া ও কাদিয়ানিদের সীমা লঙ্ঘন নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, একই গুরুত্বের সঙ্গে তাসাউফ, তাবলিগ, মাদরাসা ইত্যাদির মধ্যকার সীমা লঙ্ঘন নিয়েও আলাপ করা হয়েছে।

বইটিতে ছয়টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদে সীমাল ঙ্ঘনের সংজ্ঞা ও পরিচয় তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে কোরআন-সুন্নাহর আলোকে ধর্মীয় অঙ্গনের যাবতীয় সীমা লঙ্ঘনকে হারাম সাব্যস্ত করা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে ধর্মীয় ইতিহাসে সীমা লঙ্ঘনের সর্বপ্রথম উত্থান সম্পর্কে আলোকপাত করা হয়েছে। চতুর্থ পরিচ্ছেদে সীমা লঙ্ঘনের কারণসমূহ চিহ্নিত করা হয়েছে। যেখানে মূর্খতা ও তৎসংশ্লিষ্ট বিশৃঙ্খলা, মূর্খতানির্ভর পক্ষপাত ও তার ভয়াবহতা, বিবেক-পূজা ও তার নিকৃষ্ট পরিণতি, বাপ-দাদা ও প্রচলিত রসম-রেওয়াজের অন্ধ অনুসরণ ইত্যাদির ওপর সবিস্তার আলোচনা করা হয়েছে। পঞ্চম পরিচ্ছেদে সীমা লঙ্ঘনের প্রকারসমূহ তথা আকিদাগত সীমা লঙ্ঘন এবং আমলি উন্মত্ততা সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। ষষ্ঠ পরিচ্ছেদে ধর্মের নামে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির সম্ভাব্য সকল সুরত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বইটির মাধ্যমে সীমা লঙ্ঘনে জড়িয়ে পড়া বিভিন্ন জাতি ও গোষ্ঠীর সামনে আত্মসংশোধনের পথ উন্মোচিত হবে। সেই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর বিশৃঙ্খলা ও ফেতনা থেকে রক্ষা পাওয়ার কার্যকরী পথ ও পন্থা বেরিয়ে আসবে। আলেম, জনসাধারণ ও ছাত্রসহ সব বয়সী পাঠক ও শ্রেণিপেশার মানুষের কাজে দেবে। 
 
বইটি লিখেছেন মুফতি মুহাম্মাদ শুআইবুল্লাহ খান মিফতাহি। অনুবাদ করেছেন নাবিল মুহাম্মাদ। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল খিদমাহ। ৪৩২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৬৮০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মাকতাবাতুল খিদমাহ থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে

বই: ধর্মের নামে সীমালঙ্ঘন
লেখক: মুফতি মুহাম্মাদ শুআইবুল্লাহ খান মিফতাহি
অনুবাদক: নাবিল মুহাম্মাদ
প্রকাশক: মাকতাবাতুল খিদমাহ
পৃষ্ঠা সংখ্যা: ৪৩২ 
মুদ্রিত মূল্য: ৬৮০ টাকা
মোবাইল: ০১৮৯০-৩৮৬৪৮৮

লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক

 

২১ মার্চ, ২০২৫ শুক্রবারের সাহরি ও ইফতারের সময়সূচি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:৫৫ পিএম
২১ মার্চ, ২০২৫ শুক্রবারের সাহরি ও ইফতারের সময়সূচি
২১ মার্চ, ২০২৫ শুক্রবারের সাহরি ও ইফতারের সময়সূচির ছবি

আজ ২১ মার্চ, ২০ তম রোজা। শুক্রবার । এ দিনের সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৫ মিনিট ও ইফতারির সময় ৬ টা ১০ মিনিট।

২১ মার্চ, শুক্রবার, ২০২৫
সাহরির শেষ সময়: ৪.৪৫ মিনিট
ইফতারের সময়: ৬.১০ মিনিট


জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী (সা.) বলেছেন, ‘প্রতিটি ইফতারের সময় এবং প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়।’ (ইবনে মাজাহ, হাদিস : ১৬৪৩)

 

সূত্র : ইসলামিক ফাউন্ডেশন

 

মান্নতের রোজা উদ্দেশ্যপূরণের আগে রাখা শুরু করা যাবে কি?

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম
মান্নতের রোজা উদ্দেশ্যপূরণের আগে রাখা শুরু করা যাবে কি?
আরবিতে রমজান কারিম লেখা ক্যালিগ্রাফির ছবি। সংগৃহীত

প্রশ্ন : আমার স্বামী দীর্ঘদিন ধরে একটি রোগে আক্রান্ত ছিলেন। অনেক চিকিৎসার পরও তিনি সুস্থ হচ্ছিলেন না। তাই আমি মান্নত করেছিলাম যে, তিনি সুস্থ হলে আমি ১০ দিন রোজা রাখব। কিন্তু তার পরও তিনি সুস্থ না হওয়ায় আমি মনে মনে ভাবলাম যে, মান্নতের রোজাগুলো রাখা শুরু করলে তিনি সুস্থ হয়ে যাবেন। এর পর আমি ১০টি রোজা রাখি এবং তার পর তিনি সুস্থ হয়ে যান। এখন জানার বিষয় হলো, আমাকে কি আবার ওই মান্নতের রোজাগুলো রাখতে হবে?

 

উত্তর : প্রশ্নোক্ত পরিস্থিতিতে আপনাকে পুনরায় ১০টি রোজা রাখতে হবে। কারণ, আপনি মান্নত করেছিলেন যে, আপনার স্বামী সুস্থ হলে আপনি ১০টি রোজা রাখবেন। কিন্তু আপনি তার সুস্থ হওয়ার আগেই রোজাগুলো রাখা শুরু করে দিয়েছেন। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, মান্নতের রোজা তখনই আদায় হবে, যখন মান্নতের শর্তপূরণ হওয়ার পর তা রাখা হবে। 


অতএব, মান্নত পূরণের জন্য আপনাকে পুনরায় ১০টি রোজা রাখতে হবে। আপনি যে রোজাগুলো রেখেছেন তা নফল হিসেবে গণ্য হবে, মান্নতের রোজা হিসেবে নয়। (ফাতাওয়া তাতারখানিয়া (৩/৪৩৩), ফাতাওয়া হিন্দিয়া (১/২১০), ইমদাদুল ফাত্তাহ (পৃ. ৭০৭), হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী (পৃ. ৩৮১)

লেখক :  সহ-সম্পাদক, দৈনিক খবরের কাগজ

 

নাপাক অবস্থায় সাহরি খেয়ে রোজা রাখা যাবে কী ?

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম
নাপাক অবস্থায় সাহরি খেয়ে রোজা রাখা যাবে কী ?
খেজুর দিয়ে সাজানো খাবারের থালার ছবি । সংগৃহীত

ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে রোজা একটি ফরজ ইবাদত। ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন সুস্থ প্রত্যেক ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। সঠিকভাবে রোজা আদায়ের রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিধিবিধান। তাই রোজা সঠিকভাবে আদায় করতে হলে অবশ্যই মাসয়ালা মাসায়েল সম্পর্কে জানতে হবে।


নাপাক অবস্থায় সাহরি খেয়ে রোজা রাখা যাবে? এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন। মনে রাখতে হবে, যার ওপর গোসল ফরজ তিনি গোসল না করে খাওয়া-দাওয়া করতে কোনো নিষেধ নেই। তবে কুলি করে, উভয় হাত ধুয়ে খাবার গ্রহণ করা উত্তম। গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করেই সাহরি খেয়ে রোজা রাখলে রোজা সঠিক হয়ে যাবে এবং এতে কোনো ধরনের সমস্যা হবে না। 


তবে মনে রাখতে হবে, ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে সময়মতো নামাজ আদায় করতে হবে। রোজা যেমন ফরজ বিধান, ঠিক তেমনই নামাজও ফরজ বিধান। সব সময়ই একটি বিষয় স্মরণে রাখা, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া কবিরা গুনাহ। যা অত্যন্ত গর্হিত কাজ।


কেননা একটি গুনাহই জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। তবে আল্লাহ যদি ক্ষমা করেন। (মুসলিম ২৫৯২; বাদায়েউস সানায়ে, ১/১৫১)
হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিক অতিক্রম করতেন। এর পর তিনি গোসল করে নিতেন। ফজর নামাজ পড়তেন। এভাবে রোজা রাখতেন। (বুখারি ১৮২৯; মুসলিম ১১০৯) 

 

লেখক : আলেম ও সাংবাদিক 

যেভাবে রমজান কাটাতেন রাসুলুল্লাহ (সা.)—১৯ রোজাদারকে যেভাবে সম্মানিত করেছেন

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:০০ এএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
রোজাদারকে যেভাবে সম্মানিত করেছেন
আলোয় উজ্জ্বল চাঁদের ছবি । সংগৃহীত

রোজা শুধু আল্লাহর জন্য এবং তিনিই এর প্রতিদান দেবেন মর্মে হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম—তা শুধু আমার জন্য, আমিই তার প্রতিদান দেব। (মুসলিম, ১১৫১) 
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রোজা হলো ঢাল ও জাহান্নামের আগুন থেকে বাঁচার মজবুত দুর্গ। (মুসনাদে আহমদ, ৯২২৫)  
আরও বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য এক দিন রোজা রাখবে, আল্লাহ তার থেকে জাহান্নামকে এক খরিফ (৭০ বছরের) দূরত্বে সরিয়ে দেবেন। (মুসলিম, ১১৫৩)


রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে। যার নাম রাইয়ান। কিয়ামতের দিন রোজাদাররাই শুধু সে দরজা দিয়ে প্রবেশ করবেন। তাদের ছাড়া অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সে দিন ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে এবং সে দরজা দিয়ে প্রবেশ করবে। যখন তাদের প্রবেশ শেষ হবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। ফলে তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। (বুখারি, ১৮৯৬) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যার হাতে মুহাম্মাদের জীবন সেই সত্তার শপথ রোজাদারের মুখের গন্ধ আল্লাহতায়ালার কাছে মেশকের ঘ্রাণ থেকেও প্রিয়। (বুখারি, ১১৫১)


আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করবে যে রোজা বলবে, হে প্রতিপালক! আমি দিনের বেলা তাকে পানাহার ও সহবাস থেকে বিরত রেখেছি। তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, হে প্রতিপালক! আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তিনি বলেন, এরপর উভয়ের সুপারিশই কবুল করা হবে। (মুসনাদে আহমদ, ৬৬২৬)


রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মানুষ যখন পরিবার-পরিজন, প্রতিবেশী ও ধন-সম্পদের কারণে গুনাহ করে ফেলে, তখন নামাজ, রোজা, সদকা সে গুনাহগুলোকে মিটিয়ে দেয়। (মেশকাত, ১৭৩)  অন্য হাদিসে বর্ণিত হয়েছে, যে রমজান মাসে ঈমান ও ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (মুসনাদে আহমদ ইবনে হাম্বল, পৃষ্ঠা: ৪০২)


আবু মুসা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহতায়ালা নিজের ওপর অবধারিত করে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে (রোজা রাখার কারণে) পিপাসার্ত থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন (কিয়ামতের দিন) পানি পান করাবেন।
এ ছাড়া আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইফতারের সময় রোজাদার যখন দোয়া করেন তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ দোয়া কবুল করা হয়। (জামেউল আহাদিস, ১৮৬৮৩)

 

লেখক : আলেম, গবেষক ও সাংবাদিক

২০ মার্চ, ২০২৫ বৃহস্পতিবারের সাহরি ও ইফতারের সময়সূচি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:৫৫ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম
২০ মার্চ, ২০২৫ বৃহস্পতিবারের সাহরি ও ইফতারের সময়সূচি
২০ মার্চ, ২০২৫ বৃহস্পতিবারের সাহরি ও ইফতারের সময়সূচির ছবি।

আজ ২০ মার্চ, ১৯ তম রোজা। বৃহস্পতিবার । এ দিনের সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৬ মিনিট ও ইফতারির সময় ৬ টা ১০ মিনিট।


২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫
সাহরির শেষ সময় : ৪.৪৬ মিনিট
ইফতারের সময় : ৬.১০ মিনিট


জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী (সা.) বলেছেন, ‘প্রতিটি ইফতারের সময় এবং প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়।’ (ইবনে মাজাহ, হাদিস : ১৬৪৩)

 

সূত্র :  ইসলামিক ফাউন্ডেশন