
বিশ্বব্যাপী গোমরাহির এক প্লাবন প্রবাহিত হচ্ছে। নানা রঙের, নানা রকমের। আরও আশ্চর্য বিষয় হচ্ছে, এসব আবার হচ্ছে ধর্মের মোড়কে। ধর্মের নামে। দ্বীনের নামে, ইমানের নামে, ইসলামের নামে, সুন্নাতের নামে। ইসলামবিরোধী ষড়যন্ত্রগুলোর বিপরীতে ধর্মের নামে পরিচালিত ও প্রচলিত গোমরাহির প্রভাব দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। বরং প্রথমগুলোর তুলনায় এসবের ক্ষতি আরও বেশি, আরও ভয়াবহ। খুব গভীর থেকে অনুসন্ধান করলে এর নেপথ্যে প্রধানত দুটি কারণ পাওয়া যায়। যথা- বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি। এ দুয়েরই সমন্বিত নাম হলো সীমালঙ্ঘন। ধর্মের বেঁধে দেওয়া সীমা কখনো লঙ্ঘিত হয় বাড়াবাড়ির মাধ্যমে। আবার কখনো লঙ্ঘিত হয় ছাড়াছাড়ির মাধ্যমে। অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে এই উভয় সীমা লঙ্ঘন সম্পর্কে আলোচনা করা হয়েছে ধর্মের নামে সীমালঙ্ঘন বইয়ে।
বইটিতে বিভিন্ন ঘরানায় চর্চিত যাবতীয় সীমা লঙ্ঘনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইহুদি, খ্রিষ্টান, শিয়া ও কাদিয়ানিদের সীমা লঙ্ঘন নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, একই গুরুত্বের সঙ্গে তাসাউফ, তাবলিগ, মাদরাসা ইত্যাদির মধ্যকার সীমা লঙ্ঘন নিয়েও আলাপ করা হয়েছে।
বইটিতে ছয়টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদে সীমাল ঙ্ঘনের সংজ্ঞা ও পরিচয় তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে কোরআন-সুন্নাহর আলোকে ধর্মীয় অঙ্গনের যাবতীয় সীমা লঙ্ঘনকে হারাম সাব্যস্ত করা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে ধর্মীয় ইতিহাসে সীমা লঙ্ঘনের সর্বপ্রথম উত্থান সম্পর্কে আলোকপাত করা হয়েছে। চতুর্থ পরিচ্ছেদে সীমা লঙ্ঘনের কারণসমূহ চিহ্নিত করা হয়েছে। যেখানে মূর্খতা ও তৎসংশ্লিষ্ট বিশৃঙ্খলা, মূর্খতানির্ভর পক্ষপাত ও তার ভয়াবহতা, বিবেক-পূজা ও তার নিকৃষ্ট পরিণতি, বাপ-দাদা ও প্রচলিত রসম-রেওয়াজের অন্ধ অনুসরণ ইত্যাদির ওপর সবিস্তার আলোচনা করা হয়েছে। পঞ্চম পরিচ্ছেদে সীমা লঙ্ঘনের প্রকারসমূহ তথা আকিদাগত সীমা লঙ্ঘন এবং আমলি উন্মত্ততা সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। ষষ্ঠ পরিচ্ছেদে ধর্মের নামে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির সম্ভাব্য সকল সুরত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বইটির মাধ্যমে সীমা লঙ্ঘনে জড়িয়ে পড়া বিভিন্ন জাতি ও গোষ্ঠীর সামনে আত্মসংশোধনের পথ উন্মোচিত হবে। সেই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর বিশৃঙ্খলা ও ফেতনা থেকে রক্ষা পাওয়ার কার্যকরী পথ ও পন্থা বেরিয়ে আসবে। আলেম, জনসাধারণ ও ছাত্রসহ সব বয়সী পাঠক ও শ্রেণিপেশার মানুষের কাজে দেবে।
বইটি লিখেছেন মুফতি মুহাম্মাদ শুআইবুল্লাহ খান মিফতাহি। অনুবাদ করেছেন নাবিল মুহাম্মাদ। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল খিদমাহ। ৪৩২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৬৮০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মাকতাবাতুল খিদমাহ থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: ধর্মের নামে সীমালঙ্ঘন
লেখক: মুফতি মুহাম্মাদ শুআইবুল্লাহ খান মিফতাহি
অনুবাদক: নাবিল মুহাম্মাদ
প্রকাশক: মাকতাবাতুল খিদমাহ
পৃষ্ঠা সংখ্যা: ৪৩২
মুদ্রিত মূল্য: ৬৮০ টাকা
মোবাইল: ০১৮৯০-৩৮৬৪৮৮
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক