
মানবজীবনের এমন কোনো দিক নেই, যা রাসুলুল্লাহ (সা.)-কে স্পর্শ করেনি। ব্যবহারিক, আধ্যাত্মিক, ইহলৌকিক, পারলৌকিক—সবকিছুই তাঁর জীবন ও সাধনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ফলে তাঁর জীবনাদর্শ মানবজাতির জন্য অনুকরণীয়। আল্লাহ বলেন, ‘অবশ্যই তোমাদের জন্য রাসুলুল্লাহর মধ্যে রয়েছে অনুপম আদর্শ।’ (সুরা আহজাব, আয়াত: ২১)। আল্লাহকে পেতে ও জান্নাতে যেতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করা আবশ্যক। তিনি যা করতে বলেছেন, তা করতে হবে। যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকতে হবে। সেজন্য তাঁকে জানতে হবে। তাঁকে জানার এক অনবদ্য হীরকখণ্ড হলো সীরাতপাঠ: গুরুত্ব, পদ্ধতি ও প্রায়োগিক রূপ বইটি। সিরাতের ধারাবাহিক বিবরণ এবং সিরাতের বার্তা ও শিক্ষার চমৎকার সমন্বয় ঘটেছে এ বইয়ে। একই সঙ্গে পাঠক সিরাত পাঠের স্বাদ পাবেন, আবার জানতে পারবেন সিরাতের শিক্ষাও।
সিরাত পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটুকু, কীভাবে সিরাত পাঠ করতে হয়, রাসুলুল্লাহ (সা.)-কে কীভাবে জানতে হয়, তাঁর জীবনী থেকে কীভাবে শিক্ষা নিতে হয়; অনেকে বুঝেন না বা জানেন না। এ বই তাদের জন্য অন্যতম নিয়ামক। এ বই পাঠককে সিরাত পাঠের পথ দেখাবে, চমৎকারভাবে নবিজীবনী জানাবে, তাঁর জীবনী থেকে কীভাবে শিক্ষা নিতে হবে, এর তালিম দেবে।
লেখক বইটিকে চারটি অধ্যায়ে সাজিয়েছেন। প্রথম অধ্যায়ে তিনি সিরাতপাঠ-পূর্ব আলোচনা, যেমন- সিরাত কেন পাঠ করব, সিরাতপাঠ কেমন এবং কীভাবে হওয়া উচিত, নবিজি (সা.)-এর সঙ্গে এ উম্মতের সম্পর্ক কেমন, তিনিই কেন সমগ্র মানবজাতির একমাত্র আদর্শ এবং এর ঐতিহাসিক প্রামাণিকতা কী ইত্যাদি তুলে ধরেছেন।
দ্বিতীয় অধ্যায়ে নবিজীবনের সংক্ষিপ্ত স্কেচ এঁকেছেন লেখক—যেন পাঠক খুব সহজেই নবিজির সামগ্রিক জীবনের একটি চিত্র ধারণ করতে পারে। এ অধ্যায়ে সিরাতে আলোচিত নাম, সন ও তারিখ যথাসম্ভব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে সবচেয়ে ব্যাপক ও বিস্তারিতভাবে আলোচানা তুলে ধরা হয়েছে। এতে উঠে এসেছে নবিজীবনের বিভিন্ন দিক ও ঘটনার শিক্ষা ও সবক। লেখক অত্যন্ত পাণ্ডিত্যের সঙ্গে সিরাতের ঘটনাবলি থেকে আমাদের জন্য শিক্ষা ও বার্তা তুলে ধরেছেন, যাতে আমরা এর মাধ্যমে নিজেদের জীবনকে নববি আদর্শের রঙে রাঙিয়ে নিতে পারি। চতুর্থ অধ্যায়ে পরিশিষ্ট হিসেবে আলোচিত হয়েছে উম্মতের প্রতি নবিজি (সা.)-এর হক সম্পকে—যার অন্যতম হলো খতমে নবুওয়াত আকিদার সংরক্ষণ। লেখক এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন।
বইটি লিখেছেন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড-এর প্রেসিডেন্ট ও ইসলামি ফিকহ একাডেমি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক শিক্ষক, গবেষক ও লেখক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী। অনুবাদ করেছেন হুসাইন আহমাদ খান। বইটি প্রকাশ করেছে পেনফিল্ড পাবলিকেশন। ২৪০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৩৭২ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি পেনফিল্ড পাবলিকেশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: সীরাতপাঠ
লেখক: মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী
অনুবাদক: হুসাইন আহমাদ খান
প্রকাশক: পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ২৪০
মুদ্রিত মূল্য: ৩৭২ টাকা
মোবাইল: ০১৪০৭-০৫৬৯৬১
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক