
সমস্যা হলো এমন সংকট, দুর্যোগ, বিপর্যয় এবং কঠিন পরিস্থিতি, যা একজন ব্যক্তি তার জীবনে বয়ে বেড়ান নানা ক্ষেত্রে নানা প্রয়োজনে। এতে বেদনাক্রান্ত হয় তার অন্তর। ব্যথিত হয় আত্মা। বিষণ্ন হয় মন-মেজাজ। বিশ্রামকে করে তুলে উদ্বিগ্ন। তবুও এটি জীবনের স্থির ও অপরিবর্তনীয় নিয়ম। এটিকে ডিঙানো দুঃসাধ্য। এ থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পেতে প্রয়োজন আল্লাহর সাহায্য। আল্লাহর কাছে সব সমস্যার সমাধানের জন্য সাহায্য চাইতে হবে। দোয়া করতে হবে। অনেক বিষয়ের সমাধান খুঁজে নিতে কষ্ট হয় আমাদের, এমন কিছু বিষয় আছে, যেগুলোর সঠিকতার জ্ঞান আমাদের নেই; অথচ বিষয়টি সমাধান কিংবা সঠিকটি জানা আমাদের জন্য অপরিহার্য—জীবনঘনিষ্ঠ অনেক সমস্যার সমাধান জানার বই ড. আয়েজ আল-কারনির লেখা সমাধান গ্রন্থটি।
এ বইয়ে বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহ, তার রাসুল (সা.) বিশেষজ্ঞ আলেম, ফকিহ ও মুহাদ্দিস এবং উসুলবিদ ও মুফাসসিরদের উদ্ধৃতিতে নানা সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। কুড়িয়ে আনা হয়েছে ইতিহাসশ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ বরেণ্য মনীষীদের অমীয় উক্তিমালা। পরিবেশিত হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের খ্যাতনামা চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও দার্শনিকদের মূল্যবান বাণীগুলো।
সমাধান বইটি নিবাসে হবে আপনার একজন অকৃত্রিম বন্ধু। প্রবাসে অন্তরঙ্গ সুহৃদ। বইটি আপনার হাতে থাকা মানে আপনার সঙ্গে একজন প্রাজ্ঞ বিদ্বান থাকা, যিনি আপনাকে পরামর্শ দেবেন। একজন সংবাদদাতা থাকা, যিনি আপনাকে স্মরণ করিয়ে দেবেন। একজন সতর্ককারী থাকা, যিনি ধরিয়ে দেবেন আপনার ভুল। একজন পিতা থাকা, যিনি আপনাকে শিষ্টাচার শেখাবেন। একজন অভিভাবক থাকা; যিনি সমৃদ্ধ করবেন আপনাকে। একজন ওয়ায়েজ থাকা, যিনি শোনাবেন দ্বীনি কথা। একজন দার্শনিক থাকা, যিনি চিন্তার বীজ বুনে দেবেন আপনার মন-মস্তিষ্কে। অভিজ্ঞ চিকিৎসক থাকা, যিনি আপনার চিকিৎসা করাবেন। একজন কবি থাকা, যিনি শোনাবেন কবিতা। আর একজন খতিব থাকা, যিনি আপনাকে শোনাবেন ভাষণ।
বইটি সম্পর্কে লেখক ড. আয়েজ আল-কারনি বলেন, ‘আমি একটি সমৃদ্ধ সুরেলা উদ্যান হিসেবে গড়ে তোলার প্রয়াস পেয়েছি। যেখানে রয়েছে নির্মলতা, আনুগত্য ও ভ্রাতৃত্ব। যার প্রতি জোড়া নির্মল বৃক্ষে রয়েছে সুস্বাদু ফল, সুন্দর ফুল, শীতল ছায়া এবং মোহনীয় সৌরভ, যা আমি বেছে নিয়েছি নবিদের মিরাস, আলেম, জ্ঞানী, কবি, লেখক এবং চিকিৎসকদের কাছ থেকে। সুতরাং এ এক মহৎ প্রাপ্তি ও ইবাদত। একটি স্মৃতিস্মারক ও একটি গালিচা। একটি মেহরাব ও একটি বিদ্যালয়। একটি উদ্যান ও একটি আদালত। একটি মিম্বার ও একটি গাইডবুক, যা দীর্ঘ ৬০ বছরের অভিজ্ঞতার সংক্ষিপ্তসার। বরেণ্য মনীষীদের খোলা চিঠি। এর প্রতিটি পাতা আমি মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছি। ফুলেল সৌরভে তুলে দিচ্ছি আপনার হাতে। সুতরাং সন্তুষ্টচিত্তে এটি গ্রহণ করুন। আল্লাহ আমার-আপনার পেরেশানি দূর করে দিন।’
বইটি লিখেছেন ড. আয়েজ আল-কারনি। অনুবাদ করেছেন কাজী আবুল কালাম সিদ্দীক। বইটি প্রকাশ করেছে অর্পণ প্রকাশন। ৪৭২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৬৪০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি অর্পণ প্রকাশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: সমাধান
লেখক: ড. আয়েজ আল-কারনি
অনুবাদ: কাজী আবুল কালাম সিদ্দীক
প্রকাশক: অর্পণ প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ৪৭২
মুদ্রিত মূল্য: ৬৪০ টাকা
মোবাইল: ০১৯১১-৬২০৪৪৭
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক