
ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগে সময় কাটানোর অন্যতম মাধ্যম ছিল বই। তখন অনেকেরই নিয়মিত বই পড়ার অভ্যাস ছিল। অথচ, বর্তমানে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে, বই পড়ার বিষয়টি খুব কমই চিন্তা করি। এ কথা খুবই পরিচিত যে, নিয়মিত বই পড়ার অনেক উপকারিতা আছে। তাই এটি নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু যারা বই পড়েন, নিয়মিত বই পড়ার অভ্যাস আছে যাদের, কীভাবে বই পড়লে তারা এর থেকে বেশ উপকৃত হতে পারবেন, কীভাবে পড়লে বইয়ের বিষয়টা মনে থাকবে ইত্যাদি ব্যাপারগুলো অনেক পাঠকই জানেন না।
উঠতি তরুণ জ্ঞানপ্রেমী ও আত্মোন্নয়ন প্রত্যাশীদের এ উদ্দীপনার কারণে পাঠ বিষয়ে আলেম-ওলামা, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকদের অনেকে পড়ার পদ্ধতি, বই ও বইয়ের গুণাবলি, তার প্রকারভেদ, বই-পুস্তকের পারস্পরিক তুলনা, বইয়ের সংস্করণ, লেখক ও তাদের স্তরভেদ, কোন পদ্ধতিতে পাঠ করলে আশানুরূপ ফল পাওয়া যায় ইত্যাদি বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন। বই পড়ে বেশি উপকার লাভ করা ও উল্লিখিত সব প্রশ্নের সহজ সমাধান দেবে বই পড়ি জীবন গড়ি বইটি।
পাঠ বই-পুস্তক, গ্রন্থগার, প্রকাশনা প্রকাশনী, লেখক, অনুবাদক ও গবেষক ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনামূলক গাইডলাইধর্মী বই এটি। বইটি পড়ে জানা যাবে পড়ার প্রকার ও ধরন, সমালোচনামূলক পাঠ, বড়োদের পাঠোভ্যাস, গ্রন্থানুবাদ, গ্রন্থগার, লাইব্রেরি গড়ার উপায়, কোন বই দিয়ে লাইব্রেরি গড়বেন, কালজয়ী বইয়ের পরিচিতি ও বইমেলা থেকে উপকৃত হওয়ার কৌশল ইত্যাদি বিষয়ের বয়ান আছে এ বইয়ে।
বইটি লিখেছেন ড. আলি ইবনু মুহাম্মাদ আল ইমরান। লেখক এ বইয়ে গ্রন্থসংক্রান্ত বিষয়ে নিজের ও অন্যদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। বইয়ে এমন কিছু আলোর দিশারি সারনির্যাস চয়ন করেছেন, যার মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের বিশাল দিগন্ত উন্মোচিত হবে। এ বই পড়ার মাধ্যমে সাধারণত পাঠপ্রেমি ও জ্ঞানপিপাসুদের মনে যেসব প্রশ্ন তৈরি হয়, তারা যদি নির্দেশনাগুলো পুঙ্খনাপুঙ্খ অনুসরণ করেন, তাহলে এতে তারা সমাধান পাবেন।
বইটি অনুবাদ করেছেন নাজিবুল্লাহ সিদ্দিকি। বইটি প্রকাশ করেছে অর্পণ প্রকাশন। ১২৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১৯০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি অর্পণ প্রকাশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: বই পড়ি জীবন গড়ি
লেখক: ড. আলি ইবনু মুহাম্মাদ আল ইমরান
অনুবাদ: নাজিবুল্লাহ সিদ্দিকি
প্রকাশক: অর্পণ প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
মুদ্রিত মূল্য: ১৯০ টাকা
মোবাইল: ০১৯১১-৬২০৪৪৭
লেখক: আলেম ও সাংবাদিক