
রমজান মাসে রোজা রাখা প্রতিটি সক্ষম মুসলিমের জন্য ফরজ। এই পবিত্র মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা ইবাদত ও আত্মশুদ্ধির চেষ্টা করি। তবে রোজা রাখা অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগে, রক্তদান করা যাবে কি না? ইসলামি শরিয়তের দৃষ্টিতে রোজা রেখে রক্তদান করা সম্পূর্ণ জায়েজ এবং এতে রোজার কোনো ক্ষতি হবে না।
রোজা ভঙ্গের মূল কারণ হলো পাকস্থলী বা মস্তিষ্কে সরাসরি কোনো খাদ্য বা পানীয় প্রবেশ করা। রক্তদানের ক্ষেত্রে এমন কোনো কিছু ঘটে না। রক্তদানের সময় কোনো বস্তু শরীরে প্রবেশ করে না বা কোনো খাদ্যও গ্রহণ করা হয় না। তাই রোজা রেখে রক্তদান করলে রোজা নষ্ট হবে না।
নবি করিম (সা.) রোজা রেখে শিঙ্গা লাগিয়েছেন, যা হাদিসে বর্ণিত আছে। শিঙ্গার মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা হয়। এ বিষয় থেকে বোঝা যায়, রক্ত বের করলে বা রক্তদান করলে রোজার কোনো ক্ষতি হবে না। ইসলামি ফিকহবিদগণও একমত যে, রোজা রেখে রক্তদান করা জায়েজ এবং এতে রোজা ভাঙার কোনো আশঙ্কা নেই।
এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা। যদিও রোজা রেখে রক্তদান করা জায়েজ, তবে অতিরিক্ত রক্তদান করা মাকরুহ (অপছন্দনীয়); যদি তা শরীরে দুর্বলতা সৃষ্টি করে। রোজা রাখা অবস্থায় শরীরের শক্তি বজায় রাখা জরুরি। তাই রক্তদানের পর যথেষ্ট বিশ্রাম ও সতর্কতা অবলম্বন করা উচিত।
রমজান মাসে ইবাদতের পাশাপাশি মানবসেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার বড় সুযোগ। কেননা তার দ্বারা মানুষের জীবন রক্ষা পায়। আর রক্তদান একটি মহৎ কাজ, যা প্রয়োজনে রোজা রেখেও করা যেতে পারে। এতে রোজার কোনো সমস্যা হবে না।
লেখক : আলেম ও সাংবাদিক