
প্রশ্ন : এক নারী মান্নত করেছে যে, যদি তার ছেলে আগামী মঙ্গলবার বিদেশ থেকে নিরাপদে নিজ বাড়িতে ফিরে আসে, তা হলে সে পরদিন বুধবার রোজা রাখবে। মঙ্গলবার তার ছেলে নিরাপদে বাড়িতে আসে, কিন্তু সেদিনই তার হায়েজ শুরু হয়ে যায়। ফলে বুধবার হায়েজের কারণে সে রোজা রাখতে পারেনি। এখন জানার বিষয় হলো, এই নারী তার মান্নত কীভাবে আদায় করবে? তা আদায়ের সঠিক সময় কখন?
উত্তর : প্রশ্নে উল্লিখিত নারী তার মান্নত আদায় করতে চাইলে হায়েজ থেকে পবিত্র হওয়ার পর একটি রোজা রাখবে। এর মাধ্যমেই তার মেয়াদ পূর্ণ হয়ে যাবে। ইসলামি শরিয়ত অনুযায়ী, হায়েজ বা নিফাসের সময় নারীরা রোজা রাখতে পারেন না। তাই এ অবস্থায় রোজা রাখা সম্ভব না হওয়ায়, পবিত্র হওয়ার পর তা আদায় করে নেওয়া জরুরি। তবে যদি কোনো অসুস্থতাজনিত কারণে দীর্ঘসময় অতিবাহিত হয়ে যায়, সেক্ষেত্রে সুস্থতার পর তার কাজা আদায় করে নেওয়া আবশ্যক।
মান্নতের রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আদায় করা অবশ্য কর্তব্য। যেহেতু এই নারী হায়েজের কারণে নির্ধারিত দিনে রোজা রাখতে পারেনি, তাই তার জন্য পরবর্তী সময়ে একটি রোজা রাখাই যথেষ্ট। এতে তার মান্নত পূর্ণ হয়ে যাবে এবং কোনো অতিরিক্ত কাফ্ফারা বা শাস্তির মুখাপেক্ষী হবে না। কারণ, মান্নতের রোজা বা অন্য কোনো ইবাদত যদি হায়েজ, নিফাস বা অন্য কোনো শরয়ী ওজরের কারণে নির্ধারিত সময়ে আদায় করা সম্ভব না হয়, তা হলে পরবর্তী সময়ে তা আদায় করে নেওয়া যায়। এতে মান্নত সঠিকভাবে আদায় হয়ে যায়।
অতএব, প্রশ্নোক্ত নারী হায়েজ থেকে পবিত্র হওয়ার পর যেকোনো সুবিধাজনক দিনে একটি রোজা রাখবে। এর মাধ্যমেই তার মান্নত আদায় হয়ে যাবে। (বাদায়েউস সানায়ে ৪/২২৭; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৮০; ফাতাওয়া বায্যাযিয়া ৪/১০৩; রদ্দুল মুহতার ৩/৭৩৭।)
লেখক : সহ-সম্পাদক, দৈনিক খবরের কাগজ