স্বপ্নের জগৎ রহস্যময় ও গভীর। এতে অনেক সময় এমন সব চিত্র দেখা যায়, যার অর্থ জানতে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। তেমনি এক স্বপ্ন হলো কুকুর দেখা। ইসলামি মনীষীদের মতে, স্বপ্নে কুকুর দেখার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে— যা নির্ভর করে কুকুরের আচরণ, রং, প্রেক্ষাপট ও স্বপ্নদ্রষ্টার অবস্থার ওপর।
যদি স্বপ্নে দেখেন কোনো কুকুর আপনাকে কামড়াচ্ছে, তবে বুঝতে হবে আপনি এমন কিছু অর্জন করবেন যা অপছন্দনীয়। আর যদি কুকুর আপনার কাপড় ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, তবে কোনো নীচ প্রকৃতির লোক আপনার আশাকে হতাশায় পর্যবসিত করবে।
আরো পড়ুন : স্বপ্নে সাপ দেখলে কী হয়?
স্বপ্নে কুকুরকে বালিশ হিসেবে ব্যবহার করতে দেখলে, এর অর্থ হলো কুকুর আপনার বন্ধু হয়ে আপনাকে সাহায্য করবে। খেত পাহারা দেওয়ারত কুকুর দেখা সাধারণত শুভ লক্ষণ। তবে, এর ব্যাখ্যা কখনো বিদআতী চিন্তাভাবনার ইঙ্গিতও হতে পারে। নিজেকে কুকুরের দ্বারা কামড়াতে দেখলে, আপনি কোনো বিচক্ষণ বিদআতীর সঙ্গী হতে পারেন। দুর্ভিক্ষের সময়ে কুকুর দেখা কোনো কিছু অর্জনের লক্ষণ।
মাদি কুকুর দেখা খারাপ স্বভাবের নারী বা সন্তানের প্রতীক। কালো কুকুরছানা আপনার পরিবারের ইঙ্গিত বহন করে, সাদা ছানা আপনার ইমানের লক্ষণ। কুকুরের ছানা কুড়াতে দেখলে, আপনি জেনাকারী সম্প্রদায়ের কোনো বোকা লোককে সঙ্গী হিসেবে বেছে নেবেন। তবে, যদি আপনি শিকারি কুকুর কুড়ান, তবে মালিকের কাছ থেকে সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন : স্বপ্নে ঘোড়া দেখার ব্যাখ্যা ও ইঙ্গিত
সাধারণভাবে স্বপ্নে কুকুর দেখা জালেম শত্রুর প্রতীক। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দেখলে, তা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হবে। কুকুরের স্বভাবের মূল বৈশিষ্ট্য হলো- তার মধ্যে মানবতাবোধের অভাব এবং নীচ মানসিকতা। কারও মতে, কুকুরের যেকোনো ধরনের স্বপ্নই ক্ষতি, দুর্দশা, অসুস্থতা ও শত্রুতার ইঙ্গিত বহন করে। তবে, যদি কেউ স্বপ্নে খেলা বা পাহারার জন্য কুকুর নেয়, তবে এটি স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের লক্ষণ।
বি.দ্র. এই স্বপ্নগুলোর ব্যাখ্যা আমাদের শেখায়, প্রতিটি স্বপ্নই কেবল নিছক কল্পনা নয়, বরং অন্তর্নিহিত বার্তা বা ইঙ্গিত বহন করতে পারে। তবে, এই ব্যাখ্যাগুলো মূলত মুহাম্মাদ ইবনে সিরিনের 'তাফসীরুল আহলাম' গ্রন্থের ওপর ভিত্তি করে সংকলিত।
লেখক : আলেম ও সাংবাদিক