
কোরবানির ঈদ এলেই পশু জবাই নিয়ে একটি সাধারণ ভুল ধারণা প্রচলিত হয়। অনেকেই মনে করেন, কোরবানির পশু মসজিদের ইমাম বা স্থানীয় হুজুরকে দিয়েই জবাই করানো আবশ্যক। এমনকি কেউ কেউ একে একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবেও ধরে নেন। অথচ ইসলামী শরিয়তে এর কোনো বাধ্যবাধকতা নেই, বরং এ বিষয়টি নিয়ে স্পষ্ট মাসয়ালা রয়েছে।
ইসলামি শরিয়াহ অনুযায়ী, কোরবানির পশু জবাইয়ের জন্য কোরবানিদাতা নিজেই যদি জবাই করতে জানেন, তবে তার নিজের হাতে জবাই করা উত্তম। এটি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ দ্বারা প্রমাণিত। মুসনাদে আহমদ (হাদিস, ২২৬৫৭) এবং বাদায়েউস সানায়ে (৪/২২২) ও আলমরী (৫/৩০০)-এর মতো ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থগুলোতেও এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।
যদি কোরবানিদাতা নিজে জবাই করতে অপারগ হন বা জবাইয়ের নিয়ম সম্পর্কে অবগত না থাকেন, তবে তিনি অন্য কোনো মুসলিম ব্যক্তিকে দিয়ে জবাই করাতে পারবেন। এক্ষেত্রে মসজিদের ইমাম বা অন্য কোনো আলেমকে দিয়ে জবাই করানো যাবে, তবে তা জরুরি নয়। যে কোনো যোগ্য মুসলিম ব্যক্তি, যিনি শরিয়তসম্মত উপায়ে জবাইয়ের নিয়ম জানেন, তিনি এই কাজটি আঞ্জাম দিতে পারেন।
অতএব, কোরবানিদাতাদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। ইমাম বা হুজুরকে দিয়ে জবাই করানো কোনো বাধ্যতামূলক বিষয় নয়, বরং আপনার ওপর নির্ভর করে যে আপনি নিজে জবাই করবেন নাকি অন্য কাউকে দিয়ে করাবেন। মূল উদ্দেশ্য হলো, আল্লাহর নামে শরিয়তসম্মত উপায়ে কোরবানি আদায় করা। কে জবাই করছেন তা এখানে মুখ্য বিষয় নয়।
লেখক: আলেম ও সাংবাদিক