
প্রশ্ন: একটি বড় কোম্পানির ভেতরে অবস্থিত মসজিদে জুমার নামাজ আদায় করা যাবে কি? বিশেষ করে যখন নিরাপত্তা ব্যবস্থার কারণে বাইরের জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। এই পরিস্থিতিতে জুমার নামাজ কি সহিহ হবে?
উত্তর: ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে, এই ধরনের মসজিদে জুমার নামাজ আদায় করা সম্পূর্ণভাবে সহিহ। এর কারণ হলো, জুমার নামাজের জন্য মসজিদে সবার প্রবেশাধিকার থাকা জরুরি। কিন্তু এক্ষেত্রে এই প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা নামাজের জন্য নয়, বরং পুরো কোম্পানির নিরাপত্তার স্বার্থে। নামাজের জন্য ভেতরে থাকা কাউকে বাধা দেওয়া হচ্ছে না।
আর এখানে নিরাপত্তা ব্যবস্থা কোম্পানির এরিয়ার সাথে সম্পর্কিত, মসজিদের সাথে নয়। তাই এই মসজিদে জুমা আদায়ে কোনো বাধা নেই। ইসলামি ফিকহের কিতাব আলমাবসূত (২/১২০), মাজমাউল আনহুর (১/২৪৬), হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর (৩/৩৩৪) এবং রদ্দুল মুহতার (২/১৫২)-এর মতো নির্ভরযোগ্য সূত্রগুলোতেও এই ধরনের বিধানের সমর্থন পাওয়া যায়।
তবে, কোম্পানির উচিত যদি নিরাপত্তা বিঘ্নিত না হয়, তাহলে বাইরে থেকে কেউ জুমার নামাজে অংশ নিতে চাইলে তাকে সুযোগ করে দেওয়া। এতে দ্বীনি কাজের প্রতি সহযোগিতা বৃদ্ধি পাবে।
লেখক: আলেম ও সাংবাদিক