
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ?
বেলা: মাইনে কত?
এখন আর কেউ আটকাতে পারবে না।
বেলা: বাবার এনে দেওয়া পাত্রটা কিন্তু বিসিএস ক্যাডার।
সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো।
বেলা: দেখতেও সালমান খান।
মাকে বলো বিয়ে তুমি করছ না।
বেলা: বলে দেখেছিলাম, কাজ হয়নি।
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি।
বেলা: মাছি মারা কেরানির নয়তো!
আর মাত্র কয়েকটা মাস ব্যস।
বেলা: ঘরভাড়া দিলেই তো মাইনে শেষ।
স্টার্টিংয়ে ওরা এগারো শ দেবে, তিন মাস পর কনফার্ম।
বেলা: ওটা কি চা-নাশতার খরচ?
চুপ করে কেন বেলা তুমি কিছু বলছ না?
বেলা: কী আর বলব জিনিসপত্রের যা দাম!
হ্যালো এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?
বেলা: এখন এটা বাবার নাম্বার।
দশবার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি।
বেলা: ওদের মধ্য থেকে কাউকে সঙ্গী করে নিতে।
দেব না আর কিছুতে হারাতে।
বেলা: আমি না পারলে ওকে নিয়ে থাক।
হ্যালো এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?
বেলা: একবার বলছি তো, বাবা ব্যবহার করে।
দিন না ডেকে বেলাকে একটিবার।
বেলা: বিশ্বাস হয় না আমি সেই বেলা বলছি!
মিটার যাচ্ছে বেড়ে, এই পাবলিক টেলিফোনের, খুব জরুরি দরকার!
বেলা: কী ঘোড়ার ডিমের চাকরি পাইছ, সামান্য মিটারের টাকা নিয়ে টেনশনে থাকো!
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, কসবারও নীল দেয়ালের ঘর...!
বেলা: স্বপ্নেরও লিমিট আছে।
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার।
বেলা: ইনকামের খবর নেই, আবার সংসার!
হ্যালো এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?
বেলা: টুট টুট টুট (লাইন কেটে দিয়েছে)।
হ্যালো এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?
ওপাশ থেকে: আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
কান্নাকাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি?
ওপাশ থেকে: টুট টুট টুট...
কলি