
এক বৃদ্ধ ভদ্রলোক খবরের কাগজে একদিন একটি বিজ্ঞাপন দিলেন: আমার বর্তমান বয়স ৮৯ বছর। মৃত্যুর সময় আগত। আমার ৫ কোটি টাকা আছে। আমার কোনো উত্তরাধিকারী নেই। এই টাকাটি আমি চার প্রকার লোকের মধ্যে সমভাবে বণ্টন করে দিতে চাই।
১। সৎ ও নির্লোভ ২৫%
২। সৎ ও লোভী ২৫%
৩। অসৎ ও নির্লোভ ২৫%
৪। অসৎ ও লোভী ২৫%
প্রমাণসহ আগ্রহী ব্যক্তিদের স্থানীয় স্কুলের মাঠে উপস্থিত হতে বলা হচ্ছে। ১ নম্বর ব্যক্তিরা ডান হাত তুলে, ২ নম্বর ব্যক্তিরা ডান পা তুলে, ৩ নম্বর ব্যক্তিরা বাঁ হাত তুলে ও ৪ নম্বর ব্যক্তিরা বাঁ পা তুলে উপস্থিত হবেন আগামীকাল বিকেল ৪ ঘটিকায়।
পরদিন স্কুলের মাঠে কয়েক হাজার লোক উপস্থিত হতে দেখা গেল। তবে সবারই ডান হাত তোলা।
বৃদ্ধ ভদ্রলোকটি সব দেখেশুনে বললেন, এত নির্লোভ মানুষ একঙ্গে দেখার সৌভাগ্য সবার হয় না। আমার চোখে আনন্দাশ্রু প্লাবিত হচ্ছে। তবে কি না কথাটা হলো- নির্লোভ মানুষ টাকা নিতে আসবে কেন? আমি লোভীদেরই টাকাটা দেব স্থির করেছি। যারা ওই জাতীয় তাদের দুই হাত তুলতে অনুরোধ করছি।
দেখা গেল সিংহভাগ লোক চটজলদি দুই হাত তুলে ফেলল। বৃদ্ধ ভদ্রলোক হেসে বললেন, দুহাত তোলা চোখ পাল্টি করা মিথ্যুকরা বাড়ি যান। আর যে গুটিকয় ব্যক্তি চক্ষুলজ্জার খাতিরে দুহাত তুলতে পারেননি, তাদের জানাই, অপরের টাকায় লোভ ভালো নয়। আর সত্যি কথা বলতে কী, আমার ৫ কোটি তো দূরের কথা, ১০ হাজার টাকাও নেই। আপনারা যদি ১০০ টাকা করে আমায় ডোনেট করেন তা হলে বর্তে যাই।
পত্রপাঠ জায়গাটা সুনসান হয়ে গেল। কিন্তু একটা ছেলে এগিয়ে এলো ১০০ টাকার নোট হাতে।
বৃদ্ধ বললেন, সে কী! তুমি আবার কোন দলের হে?
ছেলেটি বলল, দাদু যেখানে ভিড় সেটাই আমার কর্মস্থল। আমি পকেটমার। আপনি আমার কাজের সুযোগ করে দিয়েছেন তাই বকশিশ দিচ্ছি।
কলি