
১.বরাবর
মাননীয়া স্ত্রী
মফিজ অ্যাপার্টমেন্ট
ঢাকা
বিষয়: কোপা আমেরিকা চলাকালীন টিভির রিমোট দখলে রাখার আবেদন
মহোদয়া,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার ফ্ল্যাটের আপনার কক্ষে বসবাসকারী আপনারই স্বামী ফুটবলপ্রেমী সদরুল। আপনি জানেন, আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নেইমার কোপা আমেরিকা টুর্নামেন্টে দাপিয়ে বেড়াচ্ছেন। ইতোমধ্যে অনেকগুলো ম্যাচ পেরিয়ে ফাইনাল কাছাকাছি চলে এসেছে। ফাইনালে উক্ত খেলোয়াড়দের পারফরম্যান্স দেখার জন্য আমি মুখিয়ে আছি।
তাই আপনার কাছে আরজ এই যে, খেলা চলাকালীন টিভির রিমোট আমার হাতে দিয়ে উক্ত দুই মহান ফুটবলারের খেলা দেখার উপযুক্ত পরিবেশ বজায় রাখার ব্যবস্থা করতে মহোদয়ার মর্জি হয়।
বিনীত নিবেদক
ফুটবলপ্রেমী সদরুল
মফিজ অ্যাপার্টমেন্ট
২.বরাবর
গদাইয়ের বাপ
মফিজ অ্যাপার্টমেন্ট
ঢাকা
আপনার আবেদনপত্রটি পেয়েছি। ফুটবলের প্রতি আপনার ভালোবাসা প্রশংসার দাবি রাখে। এমন ভালোবাসা সংসারের প্রতি থাকলে আরও ভালো লাগত। যাই হোক, আপনি অবগত আছেন, মেসির আর্জেন্টিনা এবং নেইমারের ব্রাজিল টুর্নামেন্টে থাকলেও বাংলাদেশের নামগন্ধ সেই টুর্নামেন্টে নেই। যেখানে বাংলাদেশ নেই, সেই খেলা দেখে কোনো ফায়দা নেই। তাই রিমোট বরাবরের মতো আমার হাতেই থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। দয়া করে টিভির রিমোটের দিকে নজর দেবেন না।
বিনীত নিবেদক
মিসেস সদরুল
মফিজ অ্যাপার্টমেন্ট
কলি