১. শিক্ষক: পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে?
ছাত্র: জানি না, স্যার।
শিক্ষক: তুই একটা আস্ত গরু।
ছাত্র: স্যার, আমি তো এখনও ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।
২. এক চিকিৎসক বিয়ে করতে গিয়েছেন। তিনি খুব ভুলো মনের।
বিয়ের সময়ে পুরোহিত যখন মন্ত্র পড়াতে পড়াতে ওঁর হাতে হবু স্ত্রীর হাত তুলে দিলেন, উনি স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন— খুব উত্তেজিত মহিলা তো। তার পরে বললেন, জিভ দেখি।
৩. রাসেল: জানিস, আজ স্কুলে আসতে আমি পাঁচ টাকা বাঁচিয়েছি।
জসিম: কীভাবে?
রাসেল: আজ বাসের একদম পিছনে দৌড়ে দৌড়ে এসেছি। যদি বাসের ভেতরে উঠে বসতাম, তাহলে পাক্কা পাঁচ টাকা দিয়ে দিতে হত।
জসিম: ইশশ, তুই যা গাধা না!
রাসেল: পাঁচ টাকা বাঁচালাম, এতে গাধা বলার কী আছে?
জসিম: আরে ব্যাটা, বাসের পেছনে না দৌড়ে যদি ট্যাক্সির পিছনে দৌড়ে আসতি, তাহলে কত টাকা বাঁচত বল একবার। একদম ১০০ টাকা বেঁচে যেত তোর।