
১. রমেনবাবু সহজ-সরল মানুষ। তিনি একদিন দেখলেন, রাস্তায় অনেকে পর পর দৌড়াচ্ছে। একজনকে জিজ্ঞেস করলেন-
রমেনবাবু: এই লোকগুলো সব দৌড়াচ্ছে কেন?
জনৈক: এটা একটা দৌড় প্রতিযোগিতা। যে জয়ী হবে সে কাপ জিতবে।
রমেনবাবু: যদি শুধু বিজয়ীই কাপ পাবে, তাহলে বাকিরা কেন দৌড়াচ্ছে?
২. শিক্ষক: আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াব। সবাই উপস্থিত থাকবে কিন্তু।
পল্টু: স্যার, আমি থাকতে পারব না!
শিক্ষক: কেন?
পল্টু: স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে।
৩. কাজী: বুঝলে রমিজ মিয়া, অ্যারেঞ্জড ম্যারেজে তালাকের সংখ্যা কম।
ঘটক: তাই তো দেখতাছি হুজুর।
কাজী: কিন্তু কেন, তা বলতে পার?
ঘটক: যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না; তারা আবার তালাক দিব কোন সাহসে?
৪. পাত্র খুবই লোভী, কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না। তাই কায়দা করে শ্বশুরকে বলল-
পাত্র: বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা তেলে চলে।
শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, বেশ তো, একটা খুব ভালো হারিকেন দেব।
৫. স্ত্রী: পুরুষরা বিয়ের আগে নারীদের সঙ্গে যেমন আচরণ করে; তেমনটা যদি বিয়ের পরেও করত, তাহলে অর্ধেক ডিভোর্স হতো না!
আইনজীবী: ম্যাডাম, নারীরা বিয়ের পর পুরুষদের সঙ্গে যে ব্যবহার করে; তা যদি বিয়ের আগে করত, তাহলে অর্ধেক বিয়েই হতো না!